ভারতের মাটিতে বেশ কয়েক বছর আগেই পা রেখেছে অ্যাপল। অ্যাপলের বিভিন্ন সহযোগী সংস্থা ভারতের মাটিতে কারখানা খুলে আইফোন সংযুক্তিকরণের কাজ করছে। ফক্সকন, পেগাট্রন এবং টাটা ইলেকট্রনিক্স এর পর অ্যাপলের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার পথে হাঁটল আরও এক সংস্থা।
আমেরিকান কোম্পানি জাবিল এবার ভারতের মাটিতে অ্যাপলের সহযোগী হিসেবে কাজ করার কথা ঘোষণা করেছে। তামিলবাড়ুর তিরুচিরাপল্লিতে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্লান্ট বানাচ্ছে বহুজাতিক এই সংস্থা। ২০০০ কোটি টাকা বিনিয়োগে এই প্লান্ট তৈরি হবে। আর এর ফলে প্রায় ৫০০০ কর্মসংস্থান হবে।
সিসকো এবং এইচপি-র প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করে জাবিল। চলতি বছরের শুরুতেই ভারতের মাটিতে অ্যাপল এয়ারপডের প্লাস্টিক বডি বানানোর কাজ শুরু করেছে জাবিল। ভারতের মাটিতে উৎপাদিত সামগ্রী মূলত ভিয়েতনাম এবং চিনেই রফতানি করে থাকে জাবিল। পুনেতে সংস্থা ৮ লক্ষ ৫৮ হাজার বর্গফুটের প্লান্টে প্রায় আড়াই হাজার লোক কাজ করেন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের মার্কিন সফরেই এই চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়। এক্স হ্যান্ডলে স্টালিন লিখেছেন, প্রখ্যাত ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সংস্থা জাবিল তিরুচিরাপল্লিতে ২০০০ কোটি টাকা বিনিয়োগ করছে। এর ফলে ৫০০০ চাকরি সৃষ্টি হবে এবং ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিংয়ে বিপ্লব আসবে।
আইফোন রফতানির কারণে গত কয়েক বছর ধরেই তামিলনাড়ুতে প্রচুর টাকার বিনিয়োগ আসছে। বৈদ্যুতিন সরঞ্জামের রফতানিকারকের তালিকায় রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে তামিলনাড়ু। ২০২৪ অর্থবর্ষে ৯.৫৬ মার্কিন ডলারের সামগ্রী রফতানি করেছে তামিলনাড়ু। যা ২০২৩ অর্থবর্ষে ছিল ৫.৩৭ বিলিয়ন ডলার। এই তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কর্নাটক এবং উত্তর প্রদেশ।