• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আইফোন ১৬ লঞ্চের পর অ্যাপলের শেয়ার বিপর্যয়

সদ্য আইফোন ১৬ লঞ্চ করেছে অ্যাপল। কিন্তু তারপরই হুড়মুড়িয়ে পড়ল অ্যাপলের শেয়ার। আর এর জেরেই বিনিয়োগকারীদের কপালে চিন্তার চিন্তার ভাঁজ।

সদ্য আইফোন ১৬ লঞ্চ করেছে অ্যাপল। কিন্তু তারপরই হুড়মুড়িয়ে পড়ল অ্যাপলের শেয়ার। আর এর জেরেই বিনিয়োগকারীদের কপালে চিন্তার চিন্তার ভাঁজ। সোমবার অ্যাপলের শেয়ারের দাম কমেছে ৩ শতাংশের বেশি। কোম্পানির বাজারমূল্য কমেছে মোট ১১৬ বিলিয়ন ডলার।

আইফোন ১৬ লঞ্চের পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলেছিলেন, আইফোন ১৬ সিরিজের প্রো মডেলগুলির চাহিদা প্রত্যাশার চেয়ে কম হতে পারে। ঠিক কী কারণে চাহিদা কম হতে তাও স্পষ্ট করে দিয়েছেন তাঁরা। বিশেষজ্ঞদের মতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত ফিচার আনতে অন্যান্য প্রতিদ্বন্দ্বী কোম্পানির তুলনায় দেরি করেছে অ্যাপল। সেই কারণেই এর চাহিদা  কিছুটা কম হতে পারে।

বিশেষজ্ঞদের এই মতামতের পরই অ্যাপলের শেয়ারের দরপতন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মার্কিন এই কোম্পানিটির কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। টিএফ সিকিউরিটিজের বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন, আগের সিরিজগুলোর মতোই আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাসের চাহিদা বৃদ্ধি পেয়েছে। প্রথম সপ্তাহে প্রি-অর্ডারের নিরিখে গত বছরের সিরিজের (আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস) তুলনায় এবারের চাহিদা যথাক্রমে ১০ শতাংশ এবং ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে আইফোন ১৫ প্রো-র তুলনায় আইফোন ১৬ প্রো-র চাহিদা বেশ খানিকটা কম।

এই বিষয়ে কুও জানিয়েছেন, নতুন আইফোন সিরিজের লঞ্চের সময় অ্যাপল ইন্টেলিজেন্স বৈশিষ্ট্যের অভাব প্রি-অর্ডার কমার একটি কারণ হতে পারে। সম্প্রতি, ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে অ্যাপল বেশ কিছু আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ফিচার সামনে এনেছে। পরের মাসে প্রকাশিত আইওএস ১৮.১ আপডেটে এই বৈশিষ্ট্যগুলির মধ্যে শুধুমাত্র কিছু অন্তর্ভুক্ত করা হবে। বাকি বৈশিষ্ট্যগুলি পরের বছর আনা হবে।

আসন্ন ছুটির মরসুমে আইফোন ১৬ সিরিজের চাহিদা বাড়তে পারে। এদিকে নতুন মডেল বাজারে আনতেই আগের সিরিজের মডেলগুলির দাম কমিয়েছে অ্যাপল। দেশে অ্যাপল আগের সিরিজের আইফোন মডেলের দাম গড়ে ১০ হাজার টাকা কমেছে। আইফোন ১৫ এবং ২০২২ সালে চালু হওয়া আইফোন ১৪-এর দাম কোম্পানির অনলাইন স্টোরে ১০ হাজার টাকা কমানো হয়েছে।

সোমবার ডাও জোন্সে অ্যাপলের শেয়ার ৩ শতাংশের বেশি কমেছে। এর ফলে ২৪ ঘণ্টায় কোম্পানিটির ১১৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

সপ্তাহ খানেক আগে আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে। প্রতিটি মডেলের দাম বিভিন্ন। ১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রি অর্ডার শুরু হয়েছে। আর বিক্রি শুরু হবে ২০ সেপ্টেম্বর।

ভারতে আইফোন ১৬–এর দাম পড়বে ৭৯,৯০০ টাকা। আইফোন ১৬ প্লাস কিনতে গেলে দিতে হবে ৮৯,৯০০ টাকা। আইফোন ১৬ প্রো–এর দাম পড়বে ১,১৯,৯০০ টাকা। এই সিরিজের শেষ ফোন আইফোন ১৬ প্রো ম্যাক্স ১,৪৪,৯০০ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। মূলত, আল্ট্রামেরিন, টিল, গোলাপি, সাদা ও কালো রঙে এই ফোনগুলি পাওয়া যাবে।