অ্যাপলের নয়া মুখ্য আর্থিক আধিকারিক (চিফ ফিনান্সিয়াল অফিসার) হলেন ভারতীয় বংশোদ্ভূত কেতন পারেখ। সূত্রের খবর, তিনি মার্কিন এই শীর্ষ তথ্যপ্রযুক্তি সংস্থার কার্যনির্বাহী দলেও যোগদান করবেন।
অ্যাপলের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (চিফ এক্সিকিউটিভ অফিসার) টিম কুক জানান, ‘এক দশকেরও বেশি সময় ধরে কেতন অ্যাপলের আর্থিক নেতৃত্বদানকারী দলের এক অপরিহার্য সদস্য। এই সংস্থাটিকে তিনি হাতের তালুর মতোই চেনেন। ওঁর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, বিচক্ষণী বিচারশক্তি এবং আর্থিক বিষয়ে প্রগাঢ় ধারণার কারণেই উনি এই পদের সুযোগ্য অধিকারী।’
অ্যাপলে যোগদান করার আগে পারেখ টমসন রয়টার্স, জেনারেল মোটরসের মতো সাফল্যের সঙ্গে কাজ করেছেন।
মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর অফ সায়েন্স, শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন পারেখ। তিনি অ্যাপলে ১১ বছর ধরে কাজ করছেন এবং বর্তমান আর্থিক পরিকল্পনা এবং বিশ্লেষণ (ফাইনানশিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস), জিঅ্যান্ডএ বিভাগকে নেতৃত্ব দান করেন।
অ্যাপলের বর্তমান মুখ্য আর্থিক আধিকারিক লুকা মায়েস্ত্রি ১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত তাঁর দায়িত্ব পালন করবেন। তিনি আগের মতোই তথ্যব্যবস্থা ও প্রযুক্তি, তথ্যসুরক্ষা এবং রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট বিভাগ দেখার পাশাপাশি কর্পোরেট সার্ভিসের দলকেও নেতৃত্ব দেবেন।