• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

আসতে চলেছে অ্যাপলের নতুন আইম্যাক!

নতুন আইম্যাকে থাকবে আধুনিকতম এবং শক্তিশালী এম৪ চিপসেট; অ্যাপল ইনটেলিজেন্স; ন্যানো-টেক্সচার ডিসপ্লে অপশন; ১২ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা এবং থান্ডারবোল্ট ৪ কানেক্টিভিটি। নতুন আইম্যাকের ডিজাইনও আগের থেকে অনেক পাতলা হবে বলে জানা গিয়েছে।

টেক-স্যাভিদের জন্য সুখবর! অ্যাপল আনতে চলেছে নতুন ‘আইম্যাক’! সোমবার একটি ঘোষণায় এমনটাই জানায় মার্কিন এই টেক-দৈত্য সংস্থা। নতুন আইম্যাকে থাকবে আধুনিকতম এবং শক্তিশালী এম৪ চিপসেট; অ্যাপল ইনটেলিজেন্স; ন্যানো-টেক্সচার ডিসপ্লে অপশন; ১২ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা এবং থান্ডারবোল্ট ৪ কানেক্টিভিটি। নতুন আইম্যাকের ডিজাইনও আগের থেকে অনেক পাতলা হবে বলে জানা গিয়েছে।

অ্যাপল সূত্রে খবর, এম৪ চিপসেট সময়ের সঙ্গে তাল মিলিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করতে সক্ষম। এম১ চিপসেটের তুলনায় এম৪ রোজকার কাজ ১.৭ গুণ এবং ফোটো এডিট করা বা গেম খেলার মতো হাই-পারফরম্যান্স কাজ ২.১ গুণ দ্রুততার সঙ্গে করতে পারে। এম৪-এর নিউরাল ইঞ্জিন এম১-এর থেকে ৩ গুণ বেশি দ্রুতগতিসম্পন্ন।

চোখধাঁধানো নতুন নানা রঙে পাওয়া যাবে নতুন আইম্যাক। এতে থাকবে ২৪ ইঞ্চির ৪.৫কে রেটিনা ডিসপ্লে, যাতে পাওয়া যাবে ন্যানো-টেক্সচার গ্লাস অপশন। ১২ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরাতে ডেস্ক ভিউ থাকবে, যাতে ফেসটাইম করা অনেক সুবিধেজনক।

এতে থাকবে চারটে থান্ডারবোল্ট পোর্ট। সঙ্গে পাওয়া যাবে ম্যাচিং রঙের অ্যাক্সেসরিজ, যাতে ইউএসবি-সি থাকবে। ১৬ জিবি স্টোরেজ অপশন থাকবে এই ডিভাইসে।

নতুন আইম্যাকের দাম শুরু হচ্ছে ১,৩৪,৯০০ টাকা থেকে। ৮ নভেম্বর থেকে হাতে পাওয়া গেলেও চাইলে এখন থেকেই প্রি-বুক করা যাবে।