সর্বকালীন পতন: ২ পয়সা কমে দাঁড়াল ৮৪.১৩ টাকা

প্রতীকী চিত্র

সর্বকালীন পতনের মুখে ভারতীয় টাকার মূল্য। শুরুটা সোমবার থেকে। সোমবার ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮৪.১১। মঙ্গলবার সেই পতন আরও ২ পয়সা কমে দাঁড়াল ৮৪.১৩ টাকায়। বিশেষজ্ঞরা মনে করছেন ভারতীয় টাকার এই পতন বিদেশি বিনিয়োগ তুলে নেওয়া ও আন্তর্জাতিক জটিলতার ফল। পাশাপাশি মার্কিন মুলুকে ভোট পরিস্থিতিও বাজারের এই পতনের জন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে এই পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়, সেই পথ খোঁজার চেষ্টা করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। উল্লেখ্য চলতি বছরের ৩১ অক্টোবর সর্বকালীন নিচে নেমেছিল টাকার দাম। সেদিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম ছিল ৮৪.১০ টাকা। সোমবার সেই রেকর্ড ভেঙ্গে গেলেও বিশেষজ্ঞরা মনে করছিলেন, মঙ্গলবার বাজার খুললে একইরকম থাকবে অবস্থা।

কিন্তু এদিন দেখা যায় ভারতীয় মুদ্রার দর আরও কমে দাঁড়িয়েছে ৮৪.১১ টাকা। টাকার মূল্যের এই বেহাল অবস্থার জন্য মূলত শেয়ার বাজারের পতনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। কারণ চলতি বছরের সেপ্টেম্বর মাসে শেয়ার বাজার রেকর্ড ছোঁয়ার পর এখনও পর্যন্ত ৮ শতাংশ পড়েছে বাজার। দেশীয় সংস্থাগুলির লাগাতার পতনের জেরে আস্থা হারাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। শেয়ার বাজারের পাশাপাশি যার প্রভাব পড়ছে মুদ্রা বাজারেও। এদিকে বিদেশি লগ্নিকারীরা ডলার কেনায় আগ্রহী হওয়ায় দাম বাড়ছে ডলারের।