বন্ধন ইনোভেশন ফান্ডের ঘোষণা

কলকাতা, ১১ এপ্রিল– বন্ধন মিউচুয়াল ফান্ড বন্ধন ইনোভেশন ফান্ড চালু করার কথা ঘোষণা করেছে৷ এটি একটি ওপেন-এন্ডেড থিম্যাটিক ফান্ড যা ইনোভেটিভ সাফল্যের সামনের সারিতে থাকা কোম্পানিগুলিতে বিনিয়োগের জন্য নিবেদিত৷ এই ফান্ড উল্লেখযোগ্য আরঅ্যান্ডডি বিনিয়োগ, হাই স্কিলড-এমপ্লয়ি কস্ট, সম্ভাব্য উচ্চ মার্জিন বা বৃদ্ধি, অনন্য পণ্য বা পরিষেবা, নন-লিনিয়ার বিজনেস মডেল এবং একটি উল্লেখযোগ্য ব্র্যান্ড উপস্থিতি সহ বিভিন্ন সংস্থাগুলিকে লক্ষ্য করে আনা হয়েছে৷ নতুন ফান্ড অফার (এনএফও) শুরু হচ্ছে বুধবার, ১০ এপ্রিল, ২০২৪ এবং শেষ হবে ২৪ এপ্রিল, ২০২৪, বুধবার৷ বন্ধন ইনোভেশন ফান্ডে বিনিয়োগ লাইসেন্সপ্রাপ্ত মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, বিনিয়োগ উপদেষ্টা, অনলাইন প্ল্যাটফর্ম-এর মাধ্যমে এবং সরাসরি করা যেতে পারে https://bandhanmutual.com/nfo/bandhan-innovation-fund/-এ
বন্ধন এএমসি-এর সিইও বিশাল কাপুর, নতুন এই অফার নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ‘ইনোভেশন ধারাবাহিকভাবে কোম্পানিগুলিকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং আজকের দিনে, ভারতের বিকাশমান ইনোভেশন ল্যান্ডস্কেপ একটি উত্তেজনাপূর্ণ বিনিয়োগের সুযোগ এনে দিয়েছে৷’