করােনা প্রাণ কাড়লাে ‘ইয়ে রিশতা ক্যায়া ক্যাহলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রীর

দিব্যা ভাটনাগর (Photo: IANS)

ফের ধাক্কা হিন্দি টেলিভিশন জগতে। করােনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেত্রী দিব্যা ভাটনাগর। গত কয়েক সপ্তাহ ধরে কোভিড ১৯-এর সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। তার পরিস্থিতি ছিল সঙ্কটজনক। গত কয়েক সপ্তাহ ধরেই ভেন্টিলেশনে ছিলেন স্টার প্লাসের সাড়া জাগানা সিরিয়াল ইয়ে রিশতা ক্যায়া কাহলাতা হ্যায় খ্যাত দিব্যা। 

গােরেগাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দিব্যার মা সংবাদমাধ্যমে জানিয়েছেন, গত ছ’দিন ধরে তাঁর জ্বর কমছিল। ভীষণ অস্বস্তি হচ্ছিল শরীরে। আমি দিল্লি থেকে এখানে এসে বাড়িতেই অক্সিমিটার দিয়ে ওর অক্সিজেন মাপি। ওর অক্সিজেন লেভেল ৭১ এ নেমে এসেছিল। 

সােশ্যাল মিডিয়ায় এই মৃত্যুর খবর দিয়ে আবেগঘন পাস্ট করেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছেন দেবলীনা। দেবলীনা লেখেন, যখন কেইউ থাকত না, তুই থাকতিস। তুই আমার খুব আপন ছিলিস দিব্যা। তােকে আমি বকতে পারতাম, ঝগড়া করতে পারতাম, মনের কথা বলতে পারতাম। তাের জীবনটা সহজ ছিল না তা আমি জানতাম। আজ হয়তাে তুই ভালাে কোনও জায়গায় আছিস। তােকে আমি খুব মিস করব।