• facebook
  • twitter
Friday, 17 January, 2025

বিন্ধ্য চলচ্চিত্র উৎসব

চলচ্চিত্র নির্মাতাদের এবং সিনে লাভারদের মিলিত হওয়ার প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই বেশ উল্লখযোগ্য হয়ে উঠেছে মধ্যপ্রদেশের সিধির বিন্ধ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

চলচ্চিত্র নির্মাতাদের এবং সিনে লাভারদের মিলিত হওয়ার প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই বেশ উল্লখযোগ্য হয়ে উঠেছে মধ্যপ্রদেশের সিধির বিন্ধ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার ষষ্ঠ বছরে পদার্পণ করল তাদের উৎসব। প্রতি বছর এই উৎসবে ফিচার, ডকুমেন্টারি এবং শর্টস সহ নানা চলচ্চিত্র প্রদর্শিত হয়। এবছরও গত ৬ জানুয়ারি থেকে তিন দিনোর উৎসবে দেখা গেল দেশ-বিদেশের প্রায় ২৮টি ছবি। এছাড়াও সাক্ষাৎকার, প্যানেল আলোচনা, চলচ্চিত্র-সম্পর্কিত শিল্প প্রদর্শনী উৎসবটির আকর্ষণ বাড়িয়েছিল।

বিদেশের চলচ্চিত্রকারদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিস্টিয়ানো এসপোসিতো (ইতালি) ও আনা বোহলমার্ক (সুইডেন)। মুম্বই থেকে যোগদান করেন নির্দেশক অবিনাশ দাস ও দেবযানী অনন্ত। তথ্যচিত্র, শর্ট ফিল্ম ও ফিচার ফিল্ম বিভাগে পুরস্কার জয়ীদের মধ্যে ছিলেন নির্দেশক বি সুরেশ কুমার, অবন্তী সিনহা, সোমনাথ মণ্ডল, গৌরী শ্রীনিবাস, প্রসাদ আরজে, প্রেম রক্ষিত, যোগন ভি, প্রনীত জৌনজল, রিচার্ড ফ্র্যাঙ্কলিন প্রমুখ।

উৎসবের পরিচালক প্রবীণ সিং ও উৎসবের সমন্বয়কারী নীরজ কুন্দেরের সিনেমাকে ছোট শহরে জনপ্রিয় করে তোলার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়।