প্রয়াত বলিউড অভিনেতা মনোজ কুমার। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। সিরোসির লিভার ছিল তাঁর। ২১ ফেব্রুয়ারি মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। শুক্রবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ। তাঁর মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমেছে বলিউডে।
নব্বইয়ের দশকে অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন মনোজ কুমার। তাঁর জনপ্রিয় সিনেমাগুলির তালিকায় রয়েছে – ‘ক্রান্তি’, ‘পুরব অউর পশ্চিম’, ‘রোটি কাপড়া অউর মকান’। ৬৩-তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করেছিলেন মনোজ কুমার।
১৯৩৭ সালে অবিভক্ত ভারত তথা অধুনা পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন মনোজ কুমার। নাম রাখা হয়েছিল হরিকৃষ্ণণ গোস্বামী। ১৯৭৫ সালে ‘রোটি কাপড়া অউর মকান’ ছবির জন্য ফিল্ম ফেয়ারে সেরা পরিচালকের পুরস্কার পান মনোজ কুমার। ১৯৯২ সালে পদ্মশ্রী পান তিনি। ১৯৯৯ সালে পান ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। মনোজ কুমার ‘ভারত কুমার’ উপাধিতে সম্মানিত।
মনোজ কুমারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘পর্দায় মনোজ কুমার যেভাবে দেশের প্রতি ভালবাসা জানিয়েছেন, দেশবাসী তা আজীবন মনে রাখবে। মনোজ কুমারের অভাব পূরণ করা শক্ত। আগামী প্রজন্ম তাঁর থেকে অনুপ্রেরণা পাবে।’ মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘প্রবীণ অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমারের মৃত্যুতে আমি শোকাহত। নিজের দেশের প্রতি ভালবাসা শেষ দিন পর্যন্ত ধরে রেখেছিলেন। তাঁর মৃত্যু আমাদের চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি।’