কয়েকদিন হলো শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’র কাজ শুরু হয়েছে। এর মধ্যেই ‘ডাঙ্কি’র সেটে অশান্তির খবর পাওয়া যাচ্ছে।
ছবির শুটিং চলাকালীন ছবি থেকে সরে দাঁড়ালেন, পরিচালক রাজকুমার হিরানির চিত্রগ্রাহক অমিত রায়। শাহরুখ খান, রাজকুমার হিরানি এবং জিও স্টুডিও জের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ডাঙ্কি’।
গত এপ্রিলে পরিচালকের সঙ্গে নিয়ে ছবির ঘোষণা করেন নায়ক-প্রযোজক শাহরুখ। তারপর শুরু হয় শুটিং। চিত্রগ্রাহক অমিত রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, ১৮-১৯ দিন ছবির শ্যুটিং হয়ে গেছে।
সৃজনশীল দিক থেকে মতপার্থক্য, ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি।
অমিত রায় বলিউড ইন্ডাস্ট্রি অতি পরিচিত চিত্রগ্রাহক। ২০১৩ সালে ‘ইশক ভিশক’ সিনেমা দিয়ে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন তিনি।
তারপর থেকে ‘দিল মাঙ্গে মোর’, রাম গোপাল বর্মার ‘আগ’, ‘সরকার রাজ’, ‘দিওয়ানা ম্যায় দিওয়ানা’র মতো একাধিক সিনেমায় চিত্রগ্রাহকের কাজ করে বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। একাধিক বিজ্ঞাপনও তৈরি করেছেন অমিত।
এর আগে রাজকুমার হিরানির সঙ্গে ‘সঞ্জু’ সিনেমার একটি গানের শুটিং করেন অমিত। তাঁর সঙ্গে একধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন।
সেই সূত্রেই একসঙ্গে কাজ করা। কিন্তু অমিতের মতে, বিজ্ঞাপনে কাজ করা এবং সিনেমায় কাজ করা এক বিষয় নয়।
চিত্রগ্রাহকের দাবি, কোনও ঝামেলা করে তিনি ‘ডাঙ্কি’ সিনেমা ছাড়েননি। মতপার্থক্য-এর জন্য আলোচনা করেই ছবি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
২০২৩ সালের ২২ ডিসেম্বর সিনেমা হলে ‘ডাঙ্কি’র মুক্তি পাওয়ার কথা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু এবং বোমন হিরানি।