‘এই রাত তোমার আমার’-এর ট্রেলার লঞ্চ

‘এই রাত তোমার আমার’। জনপ্রিয় বাংলা ছবির গানের লাইনের মধ্যেই লুকিয়ে আছে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবির গল্প। পঞ্চাশ বছর দাম্পত্য জীবন কাটানোর পর, একটা রাতে স্বামী স্ত্রীর জীবনের গল্প উঠে আসবে এই ছবিতে। যে-ছবির প্রধান ভূমিকায় অভিনয় করছেন অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন। সেই কবে যুগান্ত ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি। এই ছবিতে অমর আর জয়ী তাঁদের চরিত্র দুটির নাম। জয়ী ক্যান্সার আক্রান্ত। সম্পর্কের নানা ওঠাপড়া, ভালোবাসা, চাওয়া পাওয়া- তাঁদের স্মৃতিচারণে সবকিছুই দর্শকরা দেখতে পাবেন।

অমর ও জয়ীর ছেলের ভূমিকায় অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আধুনিক মনষ্ক ছেলের সঙ্গে বাবা মায়ের দ্বন্দ্বও একটা বড় ভূমিকা নেবে ছবিতে। সম্প্রতি মুক্তি পেল ছবিটির ট্রেলার। অপর্ণা এবং অঞ্জন দুজনেই পরমব্রতর পরিচালনায় এই ছবিতে কাজ করে খুশি। ৩১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘এই রাত তোমার আমার’।