বক্স অফিসে শীর্ষ পাঁচটি বলিউডের পিরিয়ড ছবি

‘ছাভা’ ৫০০ কোটি টাকার বেশি, ‘পদ্মাবত’ ২৮২.২৫ কোটি টাকা, ‘তানহাজি- দ্য আনসাং ওয়ারিয়র’ ২৬৯.৭৫ কোটি টাকা, ‘বাজিরাও মাস্তানি’ ১৮৩.৭৫ কোটি টাকা এবং ‘কেশরী’ ১৫২ কোটি টাকার ব্যবসা করেছে।

‘ছাভা’ মুক্তি পাওয়ার পর এক মাস হতে যাচ্ছে, কিন্তু এখনও বেশ রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। বলিউডের পিরিয়ড ছবি নিয়ে বরাবরই একটা উৎসাহ থাকে দর্শদের। বক্স অফিস কালেকশনের নিরিখে তালিকার শীর্ষে এই মুহূর্তে ‘ছাভা’। ‘পদ্মাবত’ এবং ‘তানহাজি- দ্য আনসাং ওয়ারিয়র’ রয়েছে এর ঠিক পরেই।

বলিউডে এমন অনেক ছবিই তৈরি হয়েছে যার কাহিনী, নির্দিষ্ট ঐতিহাসিক সময়কালের উপর ভিত্তি করে রচিত। এর মধ্যে রয়েছে ‘মুঘল-ই-আজম’, ‘লগান’, ‘যোধা আকবর’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘কেশরী’ এবং আরও অনেক ছবি। লক্ষ্মণ উতেকার পরিচালিত ‘ছাভা’, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সর্বশেষ পিরিয়ড ছবি। বলিউডের শীর্ষ ৫টি সর্বাধিক উপার্জনকারী পিরিয়ড ছবির দিকে একবার দৃষ্টিপাত করা যাক।


ম্যাডক ফিল্মসের ব্যানারে দীনেশ ভিজান প্রযোজিত ‘ছাভা’ বক্স অফিসে অসাধারণ সাফল্য অর্জন করেছে। ভিকি কৌশল এবং রশ্মিকা মান্দানা অভিনীত, এই ঐতিহাসিক অ্যাকশন ছবিটি, মুক্তির ১১ দিনের মাথায় ৩২৪.৫ কোটি টাকা আয় করেছিল। এটি এই মুহূর্তে বলিউডের সর্বোচ্চ আয় করা পিরিয়ড ছবি হিসাবে বিবেচিত হচ্ছে। আশা করা হচ্ছে, প্রেক্ষাগৃহে একমাস পূর্ণ করলেই ‘ছাভা’ শুধু ভারতেই ৫৫০ কোটি টাকার বেশি আয় করবে।

সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবত’ এই তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি ছিল। দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং শাহিদ কাপুর অভিনীত, ২০২৮-র ব্লকবাস্টার এই ম্যাগনাম ওপাস ছবিটি, সেসময় প্রায় ২৮২.২৫ কোটি টাকা আয় করেছিল। ‘তানহাজি- দ্য আনসাং ওয়ারিয়র’ এই তালিকায় তৃতীয় সর্বোচ্চ আয় করা ছবি। অজয় দেবগণ অভিনীত ২০২০ সালের ব্লকবাস্টার ছবিটি মুক্তির পর, ভারতে ২৬৯.৭৫ কোটি টাকার ব্যবসা করে।

এদিকে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বাজিরাও মাস্তানি’ এখনও পর্যন্ত বলিউডের চতুর্থ সর্বোচ্চ আয়কারী ছবি। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত, ২০১৫ সালের এই হিট সিনেমা, বক্স অফিসে ১৮৩.৭৫ কোটি টাকা লাভ করে।

অনুরাগ সিং পরিচালিত ‘কেশরী’ বক্স অফিস কালেকশনের এই তালিকার নিরিখে রয়েছে পঞ্চমে। অক্ষয় কুমারের অভিনয় ও সারাগড়ির যুদ্ধের পটভূমির উপর ভিত্তি করে নির্মিত ২০১৯ সালের ছবিটি, ভারতে ১৫২ কোটি টাকা আয় করে।