এবারে পুরোপুরি অ্যাকশন ছবিতে মুখোমুখি অনিন্দ্য সেনগুপ্ত ও রোহন ভট্টাচার্য। আসছে নতুন ছবি ‘ব্রহ্মার্জুন’। পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌভিক দে। প্রকাশ্যে এল ছবির চরিত্রদের ফার্স্টলুক। ছবিতে ব্রহ্মার চরিত্রে দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্যকে, অন্যদিকে অনিন্দ্য সেনগুপ্ত কে দেখা যাবে অর্জুনের চরিত্রে৷
‘ব্রহ্মার্জুন’-এ আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও অমিত শেঠি। ছবিতে পুষ্পার চরিত্রে থাকছেন প্রিয়াঙ্কা ও নান্নু যাদবের চরিত্রটি করছেন অমিত। এছাড়া নানা চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখার্জি, সুদীপ মুখার্জি, মীনা শেঠি মণ্ডল ও অন্যান্যরা। ঝাড়খণ্ডের বিস্তীর্ণ দুটি জায়গা, গালুডি ও শেখমুলুক৷ দুটি জায়গায় রাজত্ব চালায় নরেশ পাল ও আলম শেখ৷ মূলত গাঁজা পাচারকে কেন্দ্র করে এদের রাজত্ব চলে। কিন্তু এই ক্ষমতার লড়াইয়ে ঢুকে পড়ে ব্রহ্মা ও অর্জুন। এই সব কিছু নিয়েই ছবি ‘ব্রহ্মার্জুন’। ছবিটির প্রযোজনায় রয়েছে মীনা শেঠি মণ্ডল এবং তত্বাবধানে রয়েছেন সুমন্ত মুখার্জি। কানাঘুষো শোনা যাচ্ছে বলিউডের কিছু নামকরা শিল্পীও অভিনয় করতে পারেন এই ছবিতে।