• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

২ কোটি টাকা চেয়ে সলমন খানকে ফের হত্যার হুমকি

পাঁচ কোটি টাকা না দিলে বাবা সিদ্দিকীর থেকেও খারাপ অবস্থা হবে সলমন ও জিসানের। এই ঘটনায় নয়ডা থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। এরপর জামশেদপুর থেকে এক সব্জি বিক্রেতাকেও গ্রেপ্তার করে মুম্বই পুলিশের তদন্তকারী দল।

সলমন খান।

সলমন খানের জীবনের ঝুঁকি যেন কিছুতেই কাটছে না। ফের এই বলিউড অভিনেতার প্রাণহানির আশঙ্কা। বারবার তাঁকে হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা। এবার ২ কোটি টাকা চেয়ে হুমকি দিল আততায়ীরা। না হলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। বুধবার মুম্বই ট্রাফিক পুলিশের কাছে এই হুমকি বার্তা এসেছে। বলা হয়েছে, ২ কোটি টাকা না দিলে খুন করে দেবে সলমন খানকে। ঘটনায় তৎপর মুম্বই পুলিশ। দুই দিন আগেই হুমকির জেরে সলমনের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এবারও বিষয়টি নিয়ে অভিনেতাকে সতর্ক করেছে মুম্বই পুলিশ।

যদিও বিষয়টি নিয়ে আলাদা করে গুরুত্ব দিতে রাজি নন সলমন খান। তিনি বহাল তবিয়তে শ্যুটিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। শ্যুটিং ফ্লোরের চারিদিকে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ওরলিতে এই হুমকির অভিযোগে একটি মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ। শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে, ফের কারা এই হুমকি বার্তা পাঠিয়েছে।

প্রসঙ্গত দুই দিন আগেই সলমনকে খুনের হুমকি দেয় দুষ্কৃতীরা। তাঁর সঙ্গে এনসিপি নেতা জিসান সিদ্দিকিকেও খুনের হুমকি দিয়ে মুম্বই ট্রাফিক পুলিশকে একটি বার্তা পাঠায়। সেই বার্তাতে বলা হয়, পাঁচ কোটি টাকা না দিলে বাবা সিদ্দিকীর থেকেও খারাপ অবস্থা হবে সলমন ও জিসানের। এই ঘটনায় নয়ডা থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। এরপর জামশেদপুর থেকে এক সব্জি বিক্রেতাকেও গ্রেপ্তার করে মুম্বই পুলিশের তদন্তকারী দল।