‘পুরো পুরী একেন’

দর্শকদের প্রিয় গোয়েন্দা একেন্দ্র সেন ফিরে এসেছেন! এবার পুরীর পটভূমিতে একটি রোমাঞ্চকর খুনের কিনারা করবেন তিনি। হইচই সম্প্রতি ‘পুরো পুরী একেন’-এর অফিসিয়াল ট্রেলার প্রকাশ করেছে। ট্রেলারটি পুরীর সমুদ্র সৈকতকে মেলে ধরেছে। আইকনিক সাংস্কৃতিক ল্যান্ডমার্ক কোনার্কের সূর্যমন্দিরেও হয়েছে শুটিং। সাসপেন্স এবং হাস্যরসের একটি নিখুঁত মিশ্রণ নিয়ে হাজির হবে একেনের এই পর্ব।

কথাকলি নৃত্যশিল্পী পরমিতার কাছে কিছু ভয়ানক ফোন কল আসে এবং শুরু হয় খুনের ঘটনা। তখন একেন বাবু, তাঁর দুই শাগরেদ বাপি এবং প্রমথর সঙ্গে, হত্যাকারীকে ধরার জন্য বেরিয়ে পড়েন। অপরাধ সমাধানের মধ্যেই চলে, একনের অদ্ভুত ওড়িয়া উচ্চারণ এবং খাবারের প্রতি ভালোবাসা। জয়দীপ মুখার্জি পরিচালিত, সুজন দাশগুপ্তের উপন্যাস অবলম্বনে সিরিজ, ‘পুরো পুরী একেন’-এ একতা মুখোপাধ্যায়, সোমক ঘোষ, রাজনন্দিনী পাল এবং রাহুল অরুণোদয় ব্যানার্জির পাশাপাশি একেন বাবুর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে। আগামী ২৩ জানুয়ারি প্রিমিয়ার হবে সিরিজটির।