• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

ছোট ছবি ‘ব্লাড’-এ দর্শকদের বড় প্রাপ্তি

সোম তাপস: হলের ভেতর ছবি দেখার সময় অনেকেই বুঝে উঠতে পারেনি যে নন্দন-৩ এর বড় পর্দায় প্রদর্শিত ‘ব্লাড’ সিনেমার চিত্রনাট্যকার, কাহিনীকার ও পরিচালক বীরেশ চট্টপাধ্যায় হ্যাট্রিক করতে চলেছেন৷ ‘কড়ি দিয়ে কিনলাম’, ‘একান্ত আপন’-এর মত হিট ছবির নির্দেশক বীরেশ বাবু৷ কিন্ত্ত গত ২৩ মে ৯ম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-এ প্রদর্শিত ছোট ছবি ‘ব্লাড’ দেখে সিঁড়ি

সোম তাপস: হলের ভেতর ছবি দেখার সময় অনেকেই বুঝে উঠতে পারেনি যে নন্দন-৩ এর বড় পর্দায় প্রদর্শিত ‘ব্লাড’ সিনেমার চিত্রনাট্যকার, কাহিনীকার ও পরিচালক বীরেশ চট্টপাধ্যায় হ্যাট্রিক করতে চলেছেন৷ ‘কড়ি দিয়ে কিনলাম’, ‘একান্ত আপন’-এর মত হিট ছবির নির্দেশক বীরেশ বাবু৷ কিন্ত্ত গত ২৩ মে ৯ম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-এ প্রদর্শিত ছোট ছবি ‘ব্লাড’ দেখে সিঁড়ি দিয়ে নামতে নামতে কোন একজন দর্শককে বলতে শোনা গেল যে রক্ত নিয়ে দুই ভিন্ন অনুভবের কথা এত সুন্দর ভাবে তুলে ধরতে পারা আসলে বীরেশ বাবুর হ্যাট্রিক৷ বলাকা ফিল্মস-এর দ্বিতীয় নিবেদন এই সিনেমায় নানান ভূমিকায় দেখা গেল বিশ্বজিৎ চৌধুরী, শর্মিষ্ঠা মুখার্জী, সাগরিকা লাহা, ট্রিস্টান, স্বরণজীৎ নন্দী, বিপ্লব অধিকারী, তাপসী ঘোষ ও পায়েল ঘোষ-কে৷ দীপঙ্কর দেবনাথ-এর চিত্রগ্রহণ ও সম্পাদনা এবং তাপস রায় ও সঙ্গীত ভারতী ড. দীপশ্রী পাল-এর সঙ্গীত পরিচালনায় ‘ব্লাড’ এ যেন আবারও সেই চেনা বীরেশ ম্যাজিক ফিরে এল বলে মনে করেন চলচ্চিত্রপ্রেমীরা৷