সত্য সন্ধানে সৃজিত মুখার্জি

সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিটিকে শুধুমাত্র কোর্টরুম ড্রামা বললে ভুল করা হবে। এ এক আত্মানুসন্ধানের কাহিনী। একই গল্প নিয়ে হিন্দিতে ছবি তৈরি করেন বাসু চট্টোপাধ্যায়। ছবির নাম ছিল ‘এক রুকা হুয়া ফয়সালা’।

দশকের পর দশক পেরিয়ে গেলেও, আজও বিষয়টা যে প্রাসঙ্গিক তা নতুন করে প্রমাণ করলেন সৃজিত মুখোপাধ্যায়। ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিটি তিনিও দর্শকদের সামনে নিয়ে আসছেন টানটান এক কোর্টরুম ড্রামা হিসেবে।

পরিচালক সৃজিত এই সময়ের পটভূমিতে এই ছবিটিকে সাজিয়েছেন সুচারুভাবে। এখানে উল্লেখ করা যায়, ‘বাইশে শ্রাবণ’ ছবির ‘এই শ্রাবণ’ গানের জনপ্রিয় লাইন অনুসারে ছবির নামকরণ করেছেন পরিচালক। ট্রেলার লঞ্চে সৃজিত জানালেন, এটি তাঁর একটা পরীক্ষামূলক ছবি। একসঙ্গে বাংলার অন্যতম শক্তিশালী ১২জন শিল্পীকে নিয়ে কাজ করাটা তাঁর কাছে চ্যালেঞ্জিং ছিল। পরিচালকের বক্তব্য, আদতে সত্যি কোনটা সেটা নিয়েই রয়েছে ধন্দ। তাই সত্য চিরকালীন শাশ্বত। তাকে কোনোভাবেই আড়াল করা যায় না।


‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে অভিনয় করছেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়। মূল কাহিনীতে নারী চরিত্র না থাকলেও এই ছবিতে কিন্তু সৃজিত দুটি নারী চরিত্র রেখেছেন। ফলে সৌরসেনী মৈত্র ও অনন্যা চট্টোপাধ্যায়কেও দেখা যাবে ছবিতে। এই ধরনের ছবিতে অভিনয় করে সকলেই উচ্ছ্বসিত। ছবির অন্যতম চরিত্র ঋত্বিক জানালেন, ‘সত্যি বলে কোনও কিছু হয় না। আমরা যেটা আজ বলি, আগামী সময়ে সেটা সত্যি না-ও হতে পারে।’

কলকাতার টাউন হলে ছবির ট্রেলার লঞ্চে তারকারা ছবির সাফল্য নিয়ে আশাবাদী। ২৩ তারিখ মুক্তি পেতে চলেছে এই ছবি। এই ধারার ছবি বাংলায় হয়নি বললেই চলে। এখন দর্শক ছবি দেখে কী প্রতিক্রিয়া দেন, সেই দিকেই তাকিয়ে সকলে।