• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ছোটো ছবি প্রদর্শিত হতে চলেছে বড়ো উৎসবে

আগামি 16 আগষ্ট থেকে 30 আগষ্ট 2021 অনলাইন-এ চলবে এই চলচ্চিত্র উৎসবটি। এরপর এই উৎসবের ফাইনাল রাউন্ড-এ লাইভ স্ক্রিনিং হবে ইউকে-র Pinewood Studios-এ।

স্বল্পদৈর্ঘ্য-র ছবি 'আনলাকি শার্ট' (Photo: SNS)

ইউকে-র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে সুরঞ্জন দে পরিচালিত স্বল্পদৈর্ঘ্য-র ছবি ‘আনলাকি শার্ট’। LIFT-OFF GLOBAL NETWORK SESSION 2021’ শীর্ষক এই চলচ্চিত্র উৎসবটি প্রথম অনুষ্ঠিত হবে ‘ Vimeo On Demand’ অনলাইন মাধ্যমে। আগামি 16 আগষ্ট থেকে 30 আগষ্ট 2021 অনলাইন-এ চলবে এই চলচ্চিত্র উৎসবটি। এরপর এই উৎসবের ফাইনাল রাউন্ড-এ লাইভ স্ক্রিনিং হবে ইউকে-র Pinewood Studios-এ এবং তারপরে হলিউডের Raleigh Studios-এ।

পরিচালক সুরঞ্জন দে প্রসঙ্গত জানিয়েছেন, অতিমারির কারণে সারা পৃথিবী জুড়ে যে অর্থনৈতিক মন্দা ও নৈরাশ্য তৈরি হয়েছে, তা-ই প্রতিফলিত হবে তাঁর ‘আনলাকি শার্ট’ ছবিটির মাধ্যমে। এটি মূলত একটি ভালােবাসার গল্প। লকডাউনে দুই প্রেমিক-প্রেমিকার রােজই টেলিফোনে কথা হত। তর্ক, বিতর্ক ও ভালােবাসা সবই ছিল।

আনলক পর্বে প্রেমিকা চাইল প্রেমিকের সঙ্গে জরুরি দেখা করতে। সাক্ষাৎপর্বে প্রেমিকের পরনে ছিল সেই শার্ট। আর এই ‘আনলাকি’ শার্ট নিয়েই ছবির ক্লাইম্যাক্স। ছবির শেষে দুর্দান্ত চমক আছে বলে জানিয়েছেন পরিচালক।

ছবিটির কাহিনি লিখেছেন প্রদীপ আচার্য। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুপর্ণা কুমার এবং ঋদ্ধিবান বন্দ্যোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রূপদান করেছেন ড. ভানু ভূষণ খাটুয়া, তুহিন শঙ্কর পাল, নীলিমেশ ঘোষ দস্তিদার, কঙ্ক ঘোষ দস্তিদার, আশিস ঘোষ এবং পরিচালক সুরঞ্জন দে স্বয়ং।

ছবিটির শুটিং হয়েছে কলকাতার গড়ের মাঠ ও ভিক্টোরিয়া অঞ্চলে এবং আইআইটি খড়্গপুর-এ। ছবিটির চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন স্যাপলিং চক্রবর্তী। আবহসংগীতে শুভব্রত বিশ্বাস। ছবিতে ব্যবহৃৎ হয়েছে একটি রবীন্দ্রসংগীত। গানটি গেয়েছেন সুপর্ণা কুমার।

সুরঞ্জনের আগের একটি ছবি ‘ভালােবাসার চুপকথা’ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ছাড়াও, আরও কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। ‘বি কেয়ারফুল’ শীর্ষক অন্য একটি ছবির শুটিংও শেষ করেছেন কিছুদিন আগে।

আগামি মাসে ‘ফাঁদ’ শীর্ষক একটি ছোটো ছবির শুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন পরিচালক। বিপ্লব মজুমদারের ‘অন্ধকারের অবয়ব’ গল্প অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবিটি । চিত্রনাট্য ও সংলাপে ইন্দ্রাণী মুখােপাধ্যায় এবং সায়ন ঘটক মুখােপাধ্যায়। এছাড়া, খুব শিগগিরি আরও দুটি শর্ট ফিলম-এর শুটিং শুরু করার উদ্যোগ নিচ্ছেন বলেও জানিয়েছেন সুরঞ্জন।