দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস আবার দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত। ‘পরম সুন্দরী’, নামের এই ছবিটি একটি আনকোরা তরুণ প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে। ছবিটিতে উত্তর ভারতের এক তরুণ ‘পরম’ এর চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে এবং দক্ষিণ ভারতের কন্যা ‘সুন্দরী’ হিসেবে অভিনয় করবেন জাহ্ণবী কাপুর। ‘দশভি’র পরিচালক তুষার জলোটা পরিচালিত এবং দীনেশ ভিজান প্রযোজিত, ম্যাডক ফিল্মস নিবেদিত এই ছবিটি, এক হৃদয়গ্রাহী প্রেমের গল্পই বলবে বলে জানা গিয়েছে।
কেরলের মনোমুগ্ধকর ব্যাকওয়াটারের পটভূমিতে বোনা হয়েছে কাহিনী, যেখানে প্রেমের পাশাপাশি রয়েছে হাসি, বিশৃঙ্খলা এবং অপ্রত্যাশিত নানা মোড়। এটিকে একটি রোলারকোস্টার হিসেবে বর্ণনা করেছে প্রযোজনা সংস্থা।
ম্যাডকের প্রধান দীনেশ ভিজান বলেন, ‘এটি মণি-স্যার (মণিরত্নম) নির্মিত ‘সাথিয়া’(তামিল ড্রামা-রোমান্স ছবি ‘আলাই পায়ুথে’-র হিন্দি রিমেক)-র মতো রোমান্সে পরিপূর্ণ ছবি। এতে যে-ধরনের সুর ব্যবহার করা হয়েছে এবং জাহ্ণবী যেমন একজন দক্ষিণ ভারতীয় কন্যার চরিত্রে অভিনয় করেছেন- তা অত্যন্ত আকর্ষণীয়। সিড উত্তর দিল্লির ছেলের চরিত্রে সাবলীল অভিনয় করবে। এটা হয়তো ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’-র থেকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার মতো ছবি। কারণ একটি উচ্চ প্রযুক্তির ব্যবহার রয়েছে ছবিতে। ‘কান্তারা’র চেয়েও হয়তো বেশি কিছু প্রাপ্তি হবে দর্শকদের।’
অনন্য গল্প বলা এবং বলিষ্ঠ চরিত্র সৃষ্টির জন্য পরিচিত ম্যাডক ফিল্মস, ধারাবাহিকভাবে একাধিক হিট দিয়েছে। পরিচিত ছবিগুলির মধ্যে আছে ‘স্ত্রী ২’, ‘মুঞ্জিয়া’ এবং ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’। এগুলির সাম্প্রতিক সাফল্য দর্শকদের হৃদয় জয় করেছে। আপাতত প্রযোজনা সংস্থার তরফে বলা হয়েছে, ২০২৫ সালের ২৫ জুলাই মুক্তির জন্য নির্ধারিত রয়েছে ‘পরম সুন্দরী’। ম্যাডক ফিল্মসের মুকুটে আরও একটি রত্ন যোগ করতে প্রস্তুত এই ছবি