সমস্ত জল্পনার অবসান। শুটিং শুরু হল ‘হেরা ফেরি ৩’। আবারও পর্দায় রাজু শ্যাম ও বাবু ভাইয়ার চমক। চেনা ছকের বাইরে গল্পের বুনন টাইট করেছেন পরিচালক প্রিয়দর্শন। ‘হেরা ফেরি’, ‘ফির হেরা ফেরি’র পর এই সিরিজের তৃতীয় ছবির অপেক্ষায় ছিলেন দর্শকরা। বছর কুড়ি পর আবার পর্দায় ‘হেরা ফেরি’-র।
অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের আইকনিক ছবি নিয়ে জল্পনা চলছিলই। সম্প্রতি পরিচালক প্রিয়দর্শন জানিয়েছিলেন, আগামী বছর এই ছবির কাজে হাত দেবেন। কিন্তু বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে ফিঁসফাঁস। সূত্রের খবর, বুধবার থেকেই মুম্বইয়ে শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত এই ছবির শুটিং।
বৃহস্পতিবার ‘কেশরি ২’ ছবিটির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। সেখানেই ‘হেরা ফেরি ৩’ ছবির খবর ছড়িয়ে পড়ে।
সিক্যুয়েল প্রসঙ্গে প্রিয়দর্শন জানিয়েছেন, ‘তৃতীয় পর্ব খুবই চ্যালেঞ্জিং, কারণ দর্শকের প্রত্যাশা অনেকটাই। চরিত্রেরাও সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাবে।’ তবে পরিচালক এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।
২০০০ সালে মুক্তি পেয়েছিল ‘হেরা ফেরি’। তার ছ’বছর পর ‘ফির হেরা ফেরি’ ছবি। তারপর লম্বা গ্যাপ। প্রায় ২০ বছর পর আবারও ‘হেরা ফেরি ৩’ ছবি আসছে। গত কয়েক বছর ধরে নানান সময়ে কানাঘুষো শোনা গিয়েছে এই ছবি নিয়ে। নানা জল্পনা প্রকাশ্যে এসেছে। অবশেষে ছবির শুটিংয়ের খবর পেয়ে আপ্লুত সিনেমা প্রেমীরা।