• facebook
  • twitter
Friday, 28 March, 2025

শুটিং শুরু ‘বৃত্তরহস্য’র

এমনই এক রাতে হোটেলের বন্ধ দরজার ওপাশ থেকে একটি কণ্ঠ ভেসে আসে— কোনো এক অজ্ঞাত ব্যক্তির আহ্বান? যা তাকে কাছে আসতে ডাকে? নাকি এটা এমন একটি কণ্ঠ, যা সে চেনে?

ফাইল চিত্র

আলেখ্য তলাপাত্রের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘বৃত্তরহস্য’। পরিচালনায় ডেবিউ করছেন তাপসী রায়। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত তাপসী। বড় বড় পরিচালকদের সঙ্গে সহকারী হিসাবে কাজ করার পরে বেশ কিছু মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। বৃত্তরহস্য একটি সাইকোলজিক্যাল থ্রিলার।

দীর্ঘ সময় ধরে অসুস্থ মায়ের যত্ন নেওয়ার পর উপহার হিসেবে স্বামীর কাছ থেকে বিবাহবিচ্ছেদ পায় রীতা। এরপরই পাহাড়-পর্বতের পাকদণ্ডিতে নিজেকে আরেকবার খুঁজে পেতে চায় দিল্লির একটি কলেজে অধ্যাপিকা রীতা গাঙ্গুলী।
সেখানে সে থাকে, হোটেলমালিক দম্পতি, অন্যান্য অতিথি এবং আশেপাশের বাসিন্দাদের সঙ্গে। সেখানেই রিতার মন ও শরীরে প্রভাব ফেলেন হোটেলেরই এক অতিথি সুশান্ত রায়। ঘটনাটা ঘটে ঠিক তখনই, যখন রীতার মন নতুন এক ভালোলাগা ও আনন্দে পরিপূর্ণ। সে তার অতীতকে ভুলে যেতে চেষ্টা করে। আবারও উড়তে চায় সে।

এমনই এক রাতে হোটেলের বন্ধ দরজার ওপাশ থেকে একটি কণ্ঠ ভেসে আসে— কোনো এক অজ্ঞাত ব্যক্তির আহ্বান? যা তাকে কাছে আসতে ডাকে? নাকি এটা এমন একটি কণ্ঠ, যা সে চেনে? ভয় এবং অতিপ্রাকৃত কৌতূহলের মধ্যে বিভক্ত হয়ে রীতার মন বিভ্রান্ত হয়। তার রীতার কাছ থেকে কী চাই? ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, ওম সাহানি, ঈশাণ মজুমদার, অলিভিয়া সরকার, লাবনী সরকার প্রমুখ। উত্তরবঙ্গের শুটিং শেষ করে এখন চলছে কলকাতার শুটিং। এবছরের শেষে ছবি মুক্তি পাবে বলে আশা পরিচালকের।

News Hub