অভিনেতা শাহিদ কাপুর এবং নির্দেশক বিশাল ভরদ্বাজ একটি অ্যাকশন থ্রিলারের জন্য আবার একসাথে কাজ করতে প্রস্তুত। ছবিটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং আগামী বছর মুক্তি পাবে।
শাহিদ কাপুর এবং বিশাল ভরদ্বাজের এই পুনর্মিলন বিশেষভাবে উত্তেজনা তৈরি করেছে দর্শকদের মনে, কারণ ‘হায়দার’ এবং ‘কামিনের’ মতো ছবিগুলো দারুণ প্রশংসিত হয়েছিল। নতুন ছবিটিতে তৃপ্তি দিমরি, নানা পাটেকর এবং রণদীপ হুদা -সহ বেশ কিছু অভিনেতা কাজ করবেন বলে খবর। শিরোনামহীন ছবিটি একটি বাণিজ্যিক বিনোদনমূলক ফিল্ম হবে বলে আশা করা হচ্ছে। ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তির জন্য নির্ধারিত ছবিটির শুটিং শুরু হবে ৬ জানুয়ারি থেকে।