• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

অনলাইনে মদের অর্ডার দিয়ে প্রতারণার শিকার শাবানা আজমি

বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি।টাকা দিয়ে মদ অর্ডার করার পরও বাড়িতে মদ এসে পৌছায়নি। বারবার সংস্থার সঙ্গে যােগাযােগ করার চেষ্টা করেও ব্যর্থ শাবানা।

অভিনেত্রী শাবানা আজম (ছবি-টুইটার-@AzmiShabana)

অনলাইনে মদ অর্ডার করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। টাকা দিয়ে মদ অর্ডার করার পরও বাড়িতে মদ এসে পৌছায়নি। বারবার সংস্থার সঙ্গে যােগাযােগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন শাবানা। বৃহস্পতিবার টুইট করে নিজেই একথা জানিয়েছেন।

অভিনেত্রী টুইটে সংস্থার নাম উল্লেখ করে শাবানা আজমি লিখেছেন, এদের কাছে ঠকেছি। টাকা দিয়েই মদ অর্ডার করেছিলাম। কিন্তু জিনিসটা এসে পৌছায়নি। তারপর কেউ আর ফোন তুলছে না। যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন এবং যে নম্বরে ফোন করেছিলেন তাও নাগরিকদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।