অস্কার শর্ট লিস্টে ‘সন্তোষ’

না ‘লাপাতা লেডিজ’ নয়, একটি হিন্দি ভাষার আন্তর্জাতিক কো-প্রোডাকশন ফিল্ম অস্কার ২০২৫-এ ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগের শর্ট লিস্ট-এ স্থান পেয়েছে।

দ্য একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) বুধবার, অস্কার ২০২৫ প্রতিযোগিতার জন্য যোগ্য প্রোজেক্টগুলির নাম প্রকাশ করেছে। উত্তর ভারতের গ্রামাঞ্চলে নির্মিত হিন্দি ভাষায় তৈরি এই আন্তর্জাতিক সহ-প্রযোজনা ‘সন্তোষ’ ছবিটি, ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে স্থান পেয়েছে।

সারা বিশ্বের দেশগুলির জমা দেওয়া মোট ৮৫টি চলচ্চিত্রের মধ্যে, এই বিভাগে অস্কার শর্ট লিস্টের জন্য মোট ১৫টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।


‘সন্তোষ’ ছবিটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২৫-এর জন্য জমা দেওয়া হয়েছিল। ২০২৪ সালের মে মাসে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় এই ছবিটি এবং সমালোচকদের প্রশংসা লাভ করে। অস্কারে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে মনোনীত হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী শাহানা গোস্বামী ইনস্টাগ্রামে গিয়ে তাঁর আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাদের ছবি সন্তোষের স্বীকৃতির এই সামান্য গৌরবের জন্য, দলের সকলের জন্য, বিশেষ করে আমাদের লেখক-পরিচালক সন্ধ্যা সুরির জন্য আমি খুব খুশি! ৮৫টি চলচ্চিত্রের মধ্যে থেকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত হওয়ার বিষয়টি এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। যারা এটি পছন্দ করেছেন, সমর্থন করেছেন এবং এর জন্য ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।‘

সন্ধ্যা সুরি পরিচালিত এই ছবিতে শাহানা একজন যুবতী বিধবার চরিত্রে অভিনয় করেছেন, যিনি একটি সরকারি প্রকল্পের মাধ্যমে পুলিশ কনস্টেবল হিসাবে তার স্বামীর চাকরিটি উত্তরাধিকার সূত্রে পান। নিম্ন বর্ণের দলিত সম্প্রদায়ের এক কিশোরীর একটি নৃশংস হত্যা মামলায়, প্রবীণ গোয়েন্দা ইন্সপেক্টর শর্মার (সুনীতা রাজওয়ার) সাথে কাজ করার সুযোগ হয় শাহানার। এই নিয়েই এগোতে থাকে কাহিনি।

২৩টি বিভাগে মনোনীতদের জন্য অস্কার ভোটিং বুধবার, ৮ জানুয়ারি থেকে শুরু হবে এবং এটি রবিবার, ১২ জানুয়ারী শেষ হবে। শুক্রবার, ১৭ জানুয়ারি মনোনয়নপত্র ঘোষণা করা হবে।