• facebook
  • twitter
Tuesday, 29 April, 2025

সলমনের বহুমূল্য উপহার

সম্পর্ক নেই বহু বছর, তবুও মন সহজে মানতে চায় না। কয়েক দিন আগে বলি অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ে হয়েছে।

সম্পর্ক নেই বহু বছর, তবুও মন সহজে মানতে চায় না। কয়েক দিন আগে বলি অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ে হয়েছে। নব দম্পতিকে তাঁদের নতুন জীবনে শুভেচ্ছা জানিয়ে বলিউডের বন্ধুরা উপহার দিয়েছেন।

তবে সকলের দেওয়া উপহারের নিরিখে এমনকি ভিকি কৌশলের দেওয়া উপহারও সলমনের দেওয়া উপহারের সামনে ফিকে হয়ে গেল। অভিনেতা বান্ধবী ভিকি কৌশল বিয়েতে স্ত্রী ক্যাটরিনাকে নীলা ও হিরে খচিত আংটি উপহার দিয়েছেন। তার দাম ১.৩ কোটি টাকা।

বলি সলমন খান প্রাক্তন ক্যাটরিনাকে রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন, যার মূল্য ৩ কোটি টাকা। রণবীর কাপুর ২.৭ কোটি টাকার হিরের নেকলেস উপহার দিয়েছেন। আলিয়া ভট লক্ষাধিক টাকার পারফিউম উপহার দিয়েছেন।

অনুষ্কা শর্মা ৬.৪ লক্ষ টাকার হিরে কান দুল উপহার দিয়েছেন। শাহরুখ খান নব দম্পতিকে ঘর সাজানোর জন্য দেড় লক্ষ টাকার পেন্টিং উপহার দিয়েছেন। আর ভিকিকে ক্যাটরিনা উপহার দিয়েছেন ১৫ কোটি টাকা দামের ফ্ল্যাট।