মুম্বই, ৯ মে– না না করে ৫০ পেরিয়েছেন আগেই৷ জীবনে এসেছে একের পর এক প্রেমিকা তবুও এখনও বিয়ের ফুল ফুটল না মোস্ট এলিজেবল ব্যাচেলার সলমন খানের জীবনে৷ তবে ভাইজানের অনুরাগীরা কিন্তু আশা ছাড়তে রাজি নন৷ তাই একটু আশার আলো দেখলেই তাদের কৌতূহলের অভাব নেই৷ এবার সেই কৌতূহলেই নতুন নাম জুড়ল ‘হীরামাণ্ডি’ সিরিজের অভিনেত্রী শরমিন সেহগালের৷ সঞ্জয় লীলা বনশালির ভাগ্নির সঙ্গে প্রেম নয় একেবার নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সলমন! আরো কোন গসিপ নয় এমনটা জানিয়েছেন স্বয়ং শরমিনই৷ তবে সেগুরে বালি, কারণ শরমিন এখন বিবাহিত৷ গত বছর নভেম্বর মাসে দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী আমান মেহতাকে বিয়ে করেন শরমিন৷
নেটফ্লিক্সে মুক্তি পাওয়া বনশালির প্রথম সিরিজ ‘হীরামাণ্ডি’তে অভিনয় করেছেন শরমিন৷ বনশালির এই সিরিজ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া যেমন রয়েছে, তেমনি শরমিনের অভিনয় নিয়ে সমালোচনাও হচ্ছে প্রচুর৷ এই সিরিজের প্রচারের সময় শরমিন এক সাক্ষাৎকারে জানান, ‘হাম দিল দে চুকে সনম ছবির সময় আমি খুবই ছোট ছিলাম৷ একদিন শুটিং ফ্লোরে মামার সঙ্গে গিয়েছিলাম৷ সেখানে সলমন আমাকে কাছে ডেকে নিয়ে বলেছিলেন, আমাকে বিয়ে করবে! আমি কিন্ত্ত ওত কিছু না বুঝেই বলেছিলাম৷ না তোমাকে বিয়ে করতে পারব না!’
গত পয়লা মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘হীরামাণ্ডি’৷ ‘হীরামাণ্ডি’ নিয়ে চর্চার অন্ত নেই৷ বিতর্কও তৈরি হয়েছে সিরিজের কাস্টিং, প্রেক্ষাপট নিয়ে৷ ‘লাহোর বলে লখনউ দেখালেন, কোনও রিসার্চ নেই!’ বলে যখন ক্ষোভে ফুঁসছে পাকিস্তান, তখন নিজের দেশেও সিরিজ মেকিং নিয়ে প্রতিপদে চর্চার মুখে পড়তে হচ্ছে বলিপাড়ার ‘পারফেকশনিস্ট’ প্রযোজক-পরিচালককে৷ কারও দাবি, ঐতিহাসিক তথ্যে ভুলচুখ করেছেন বনশালি৷ তো কেউ বা আবার কাস্টিংয়ের জন্য স্বজনপোষণের অভিযোগ তুলেছেন৷ এমনকী সিরিজের সংলাপে ব্যবহূত উর্দু নিয়েও আপত্তি তুলেছেন দর্শকদের একাংশ৷ কিন্ত্ত এত বিতর্ক সত্ত্বেও ওটিটির ময়দানে ‘হীরামাণ্ডি’র রথ কিন্ত্ত অপ্রতিরোধ্য৷ মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই নয়া রেকর্ড গডে় ফেলল গোটা বিশ্বে৷ সিনেসমালোচকদের মার্কশিটে ঝকঝকে নম্বর পেলেও দর্শকদের মধ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে বনশালির ডেবিউ সিরিজ নিয়ে৷ তবে বুধবার নিন্দুকদের পালটা জবাব দিয়ে দিল ‘হীরামাণ্ডি’র রেকর্ড৷
সঞ্জয় লীলার বনশালির ১৮ বছরের স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে এই ওয়েবসিরিজটি৷কোনওরকম কসরত বাকি রাখেননি পরিচালক-প্রযোজক৷ কারণ, বনশালি মানেই ‘লার্জার দ্যন লাইফ’ সেট, সাজপোশাক৷ এই সিরিজে কোটি কোটি টাকার শুধু গয়নাই ব্যবহূত হয়েছে৷ রিচা চাড্ডা জানিয়েছিলেন, মোট ৩০০ কেজিরও বেশি গয়না ছিল৷ যা দুর্মূল্য মুক্তো, পান্না, হিরে দিয়ে তৈরি৷ সেটও চোখধাঁধানো৷ সেই বিগবাজেট ‘হীরামাণ্ডি’ই মুক্তির পর থেকেই চর্চার শিরোনামে৷