• facebook
  • twitter
Friday, 28 March, 2025

রাজনীতির শক্তি প্রদর্শনকারী সিরিজ, তাণ্ডব করতে আসছেন সইফ 

প্রকাশ্যে এলাে সইফ আলি খানের পরবর্তী ওয়েব সিরিজ তাণ্ডবের টিজার। এটি একটি রাজনৈতিক থ্রিলারের পটভূমিকায় তৈরি গল্প।

প্রকাশ্যে এলাে সইফ আলি খানের পরবর্তী ওয়েব সিরিজ তাণ্ডবের টিজার। এটি একটি রাজনৈতিক থ্রিলারের পটভূমিকায় তৈরি গল্প। পুরােটাই তৈরি ও পরিচালনার দায়িত্ব পালন করেছেন আলি আব্বাস জাফর।

ওয়েব সিরিজে সইফের পাশাপাশি দেখা যাবে কয়েকজন অন্যতম সেরা অভিনেতাকে। রয়েছেন ডিম্পল কাপাডিয়া, তিমাংশু ধুলিয়া, কুমুদ মিশ্র এবং মহম্মদ জিশান আয়ুব।

এক মিনিটের টিজারেই নজর কেড়েছে সিরিজটি। বােঝাই সিরিজে টানটান উত্তেজনা থাকবে রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে। যদিও টিজারে গল্পের কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। এই সিরিজে পাওয়া যাবে বহুদিন স্ক্রিন থেকে হারিয়ে যাওয়া কয়েকজন অভিনেতাকেও। সেই তালিকায় রয়েছেন ডিনাে মারিয়া, সুনীল গ্রোভার, গৌহর খান, কৃতিকা কামরা, সারা জেন দিয়াস, আমাইরা দস্তুর, অনুপ সােনি প্রমুখ। 

টিজারে সইফ আলি খানের নবাবি কেতার লুক নজর কেড়েছে দর্শকদের। তাঁর গলাতেই শােনা গিয়েছে, ভারতকে শুধু একটা জিনিসই চালায়, রাজনীতি। এখন যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনিই রাজা। ১৫ জানুয়ারি থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে তাণ্ডব। 

এর আগে ২০১৮ সালে সইফ আলি খান ডিজিটাল অভিষেক করেছেন নেটফ্লিক্সে সেক্রেড গেমস সিরিজে। তাণ্ডবে ডিম্পল কাপাডিয়ারও ডিজিটাল অভিষেক হতে চলেছে। ক্রিস্টোফার নােলানের টেনেট- এ শেষ অভিনয় করতে দেখ গিয়েছে তাঁকে।

News Hub