• facebook
  • twitter
Monday, 31 March, 2025

সায়ানাইড গানের লঞ্চে একসঙ্গে গান গাইলেন রূপম- বিক্রম

গানটি গেয়ে রীতিমত দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছিলেন রূপম ইসলাম। এই গানের সময়েই মঞ্চে এসে হাজির হয়েছিলেন ছবির প্রধান অভিনেতা বিক্রম।

নিজস্ব চিত্র

সদ্যই মুক্তি পেয়েছে বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত আসন্ন ছবি ‘দুর্গাপুর জংশন’ ছবির প্রথম গান ‘সায়ানাইড।’ আর সেই মুক্তির ইভেন্টে এদিন একসঙ্গে দেখা পাওয়া গেল অভিনেতা আর গায়ক রূপম ইসলামের। গান লঞ্চে হয়ে গেল এক জমজমাট ঘটনা। এদিন বিক্রম এবং রূপম একসঙ্গে ফসিলসের গান গেয়ে শোনালেন। ‘সায়ানাইড’ গানটির তিন গীতিকার হলেন  সৈকত চট্টোপাধ্যায়, কৌস্তভ কেসি এবং সিজি (রৌনক চক্রবর্তী)। তাঁরা এই গানটিকে দর্শকদের সামনে সুন্দরভাবে উপস্থাপিত করেছেন।

গানটি গেয়ে রীতিমত দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছিলেন রূপম ইসলাম। এই গানের সময়েই মঞ্চে এসে হাজির হয়েছিলেন ছবির প্রধান অভিনেতা বিক্রম। তারপর দুজনেই গলা মিলিয়ে গান গেয়ে সকলকে মুগ্ধ করে দেন। ‘দুর্গাপুর জংশন’ ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য। প্রসঙ্গত, ‘দুর্গাপুর জংশন’-এর শুটিং হয় গত বছর। একাধিক কারণে ছবির মুক্তি পিছিয়ে যায়। অবশেষে ২৫ এপ্রিল আসতে চলেছে ‘দুর্গাপুর জংশন’। ২০১৬তে ‘সাহেব-বিবি-গোলাম’ মুক্তির আট বছর পর ফের একবার স্বস্তিকা ও বিক্রম জুটি আসতে চলেছে পর্দায়। এছাড়াও ছবিতে রয়েছেন একাবলি খান্না।