প্রাক জন্মশতবর্ষে শ্রদ্ধার্ঘ্য ‘ঋত্বিক আখড়া’

সালটা উনিশশো পঁচিশ৷ পরাধীন, অবিভক্ত বঙ্গের ঢাকা শহরে এক হেমন্ত দিনে জ্ন্ম নিলেন ঋত্বিককুমার ঘটক৷ বাকিটুকু আজ ইতিহাস৷ এবং ঐতিহাসিক কালক্রম মেনেই আমরা সেই অবিস্মরণীয় চলচ্চিত্র প্রণেতার জন্ম শতবর্ষের দ্বারপ্রান্তে উপনীত৷ এই বিশেষ উপলক্ষটি উদযাপনের জন্য ‘জীবনস্মৃতি আর্কাইভ’ -এক সশ্রদ্ধ নিবেদন ‘ঋত্বিক আখড়া’৷

ঋত্বিক কুমার ঘটকের জীবন ও সিনেমা বিষয়ক সংগ্রহশালা এবং স্থায়ী প্রদশর্নী কক্ষ, যেখানে থাকবে তাঁর বিভিন্ন ছবির বুকলেট, পোস্টার, দুষ্প্রাপ্য আলোকচিত্রের মতো বিরল সম্ভার৷ তাছাড়া এই কক্ষের বিভিন্ন দেওয়াল সেজে উঠছে হিরণ মিত্রের রেখা-রঙের গ্রাফিতিতে৷

জীবনস্মৃতি আর্কাইভের ‘মৃণাল-মঞ্জুষা’-এর মতোই দর্শক তথা গবেশকদের অনিবার্য গন্তব্য হয়ে উঠবে এই ‘ঋত্বিক আখড়া’৷ এই উদ্যোগের সূচনা হবে আগামী ছয় এপ্রিল, শনিবার, বিকেল পাঁচটায়৷ সূচনায় সাথি অধ্যাপক তথা ঋত্বিক বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায়, বিশিষ্ট শিল্প ব্যক্তিত্ব হিরণ মিত্র, ঋত্বিক সন্ধানী দীপঙ্কর ভট্টাচার্যএবং চন্দন গোস্বামী৷ জীবনস্মৃতি-এর তরফে ঋত্বিককুমার ঘটক বিষয়ে প্রকাশিতব্য একটি সংকলন গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধনও করবেন তাঁরা৷


প্রথামাফিক অতিথি বরণ, প্রদীপ প্রজ্জ্বলন, গান, নিবন্ধ পাঠ, সম্মাননা জ্ঞাপন এবং আলোচনা৷
বিশেষে এই দিনে সঞ্জয় মুখোপাধ্যায়কে ‘জীবনস্মৃতি সম্মাননা 2024’ প্রদান করা হবে৷ তাঁর জীবনব্যাপী নিবিড় ঋত্বিক চর্চা আমাদের ঋদ্ধ করেছে৷ তাঁর ভাবনাপুঞ্জের অনুসরণে দিগদর্শী সেই চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের নিকটবর্তী হওয়ার সুযোগ পেয়েছে সিরিয়াস চলচ্চিত্রপ্রেমী মানুষ৷ সঞ্জয় মুখোপাধ্যায়কে এই সম্মাননা প্রদান আসলে সেই ঋণস্বীকারের আয়োজন মাত্র৷

জীবনস্মৃতি আর্কাইভ-এর ‘ঋত্বিক আখড়া’য় থাকবে ঋত্বিককুমার ঘটকের নিজের লেখা বাংলা এবং অন্যান্য ভাষায় প্রকাশিত দুষ্প্রাপ্য গ্রন্থ এবং পত্র-পত্রিকার মূল এবং ডিজিটাল সংগ্রহ৷ ঋত্বিক ঘটকের পরিচালিত আটটি কাহিনিচিত্রের মূল ও ডিজিটাল বুকলেট, পোস্টার, পত্রিকা-পৃষ্ঠায় ছাপা বিজ্ঞাপন ও ঋত্বিক সংক্রান্ত সংবাদপত্র-কর্তিকা (পেপার কাটিং)৷ ঋত্বিক ধটক পরিচালিত কাহিনিচিত্র, তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্যের সিনেমা এবং তাঁকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের ডিজিটাল সংগ্রহ৷ এই সূত্রে বিশেষভাবে উল্লেখ্য, হিরণ মিত্রের ভাবনায় ঋত্বিকি ঘটকের প্রতিটি কাহিনিচিত্রের শিল্পরূপ এবং তাঁর তুলিতে ঋত্বিকের একটি বিশেষ প্রতিকৃতি এ সংগ্রহশালার এক অমূল্য সম্পদ৷ ঋত্বিক বিষয়ক গবেষক এবং চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভিডিও সাক্ষাৎকারের একটি সংগ্রহের কাজও ইতিমধ্যে শুরু করা হয়েছে৷ এই অংশে থাকবে দু হাজার সাত সালে জীবনস্মৃতি আর্কাইভের প্রাণপুরুষ সুরমা ঘটকের একট দীর্ঘ অডিও সাক্ষাৎকার৷

‘ঋত্বিক আখড়া’-এর ভাবনা, রূপায়নে ছিলেন জীবনস্মৃতি আর্কাইভ -এর কিউরেটর অরিন্দম সাহা সরদার৷