• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

অভিনয়ে হাতেখড়ি ঋষি-কন্যা ঋদ্ধিমার, ছবিতে রয়েছেন কপিল শর্মাও

চলতি মাসেই চণ্ডীগড়ে শুরু হবে ছবির শুটিং। ছবির পরিচালক 'খিলাড়ি ৭৮৬' ছবির আশিস আর মোহন।এই ছবিতে অভিনয় করবেন নিতু কাপুর, কপিল শর্মা।

ফাইল চিত্র

কাপুর পরিবারের প্রায় সকলেই অভিনয়ের সঙ্গে যুক্ত। ব্যতিক্রম ছিলেন রনবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি। ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ঋদ্ধিমা কোনওদিন সিনেমায় অভিনয় করার কথা ভাবেননি। তবে এবার মন বদলেছেন। অভিনয়ে হাতেখড়ি হবে ঋষি কাপুর ও নিতু কাপুরের কন্যা ঋদ্ধিমা কাপুর সাহানির। সূত্রের খবর, চলতি মাসেই চণ্ডীগড়ে শুরু হবে ছবির শুটিং। ছবির পরিচালক ‘খিলাড়ি ৭৮৬’ ছবির আশিস আর মোহন। এই ছবিতে অভিনয় করবেন নিতু কাপুর, কপিল শর্মা। রোল, ক্যামেরা, অ্যাকশন, শুরু হবে হবে করলেও, ছবির নাম নিয়ে এখনও দোলাচল রয়েছে।

জুইগাটো সিনেমার পর আবারও বড় পর্দায় ফিরছেন কপিল শর্মা। ইতিমধ্যেই ‘কিস কিস কো পেয়ার করুঁ ২’ এর পোস্টার দেখা গিয়েছে। সেই ছবি পাশাপাশি আশিস আর মোহন পরিচালক ছবিতেও থাকছেন কপিল। সূত্রের খবর, ছবিতে অভিনয় করার জন্য ওজন কমিয়েছেন কপিল। এটি পুরোদস্তুর একটি কমেডি ছবি হতে চলেছে।

কাপুর পরিবারের মেয়ে। অন্যান্য অভিনেত্রীদের থেকে কোনো অংশে কম ছিলেন না ঋদ্ধিমা। কিন্তু কোনও দিনই অভিনয়ের দিকে পা বাড়াননি। নিজের ফ্যাশন ইন্ড্রাস্ট্রিতাই মেতে ছিলেন। কেন তিনি অভিনয় করেন না, বার বার এ প্রশ্নবাণ ছুতে এসেছে ঋদ্ধিমার দিকে। অবশেষে অপেক্ষার অবসান। বড় পর্দায় তাঁর অভিনয় কতটা মানুষের মন জয় করতে পারে এবার এটাই দেখার। ঋদ্ধিমার ঘনিষ্ঠরা বলছেন, জীবনের নতুন চ্যাপ্টার শুরু করার জন্য ভীষণই উৎসাহিত ঋদ্ধিমা। তার উপর প্রথম ছবিতেই মায়ের সঙ্গে অভিনয়ের সুযোগে আনন্দে আত্মহারা মেয়ে ঋদ্ধিমা।