• facebook
  • twitter
Tuesday, 29 April, 2025

রণবীরের প্রথম শর্ট ফিল্ম 

বলি অভিনেতা রণবীর কাপুরের প্রথম শর্ট ফিল্ম বান্দ্রা ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিংয়ের জন্য নির্বাচিত হয়েছে।

রণবীর কাপুর (Photo: Twitter | @GuptaVratika)

বলি অভিনেতা রণবীর কাপুরের প্রথম শর্ট ফিল্ম বান্দ্রা ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিংয়ের জন্য নির্বাচিত হয়েছে। ফিল্ম স্টাডিজের ছাত্র থাকাকালীন রণবীর কাপুর তার বন্ধু ও সহপাঠী অভয় চোপড়ার পরিচালনায় প্রথম শর্ট কর্ম অভিনয় করেছিলেন।

২০০৪ সালে মুভিটি রিলিজ হয়েছিল। স্টুডেন্ট অস্কার সম্মানে ভূষিত শর্ট ফ্লিমটি বান্দ্রা ফ্লিম ফেস্টিভ্যালে স্ক্রিনিংয়ের জন্য নির্বাচিত হওয়ার খবরে নস্টালজিক হয়ে পড়েছেন খােদ পরিচালক অভয় চোপড়া। তিনি বলেন, ভারতীয় আইনে চরমতম শাস্তি রাজদন্ডের থিম নিয়ে শর্ট ফ্লিমটি তৈরি করা হয়েছিল।

২০০৪ সালে রিলিজের পর ফ্লিমটি স্টুডেন্ট অস্কার ছিনিয়ে নিয়েছিল। কর্ম রিয়েল লাইফ স্টোরি। যে ফ্লিমটি তৈরি করেছিলাম, তখন রাজদন্ড নিয়ে দেশের সমস্ত টেলিভিশন চ্যানেলের প্রাইম টাইম ডিবেটের ইস্যু ছিল।