• facebook
  • twitter
Tuesday, 22 April, 2025

দাদার বায়ােপিকে আগ্রহী নন রণবীর!

সৌরভ গাঙ্গুলির বায়ােপিক আসতে চলেছে সেটা নিজের মুখেই জানিয়েছিলেন। এবং তার বায়ােপিকে নায়ক হিসাবে তিনি রণবীর কাপুরকে প্রথম পছন্দের তালিকায় রেখেছিলেন।

রনবীর কাপুর ও সৌরভ গাঙ্গুলি (File Photo: IANS)

সৌরভ গাঙ্গুলির বায়ােপিক আসতে চলেছে সেটা নিজের মুখেই সরকারিভাবে জানিয়েছিলেন। এবং তার বায়ােপিকে নায়ক হিসাবে তিনি রণবীর কাপুরকে প্রথম পছন্দের তালিকায় রেখেছিলেন।

কিন্তু বলিউডের এক সংবাদ সূত্রের খবর রণবীর কাপুর দাদার বায়ােপিকে আগ্রহী নন। কারণ তিনি ক্রিকেটকে ভালােবাসেন না। আর এখানে সবসময় ক্রিকেটকে খেলতে হবে। রণবীর ফুটবলের ভক্ত।

পাশাপাশি রণবীর এ কথাও জানান, তিনি আর কারাের জীবনচরিত্রে অভিনয় করতে আগ্রহী নন। ব্যতিক্রম সঞ্জু। এদিকে পরিচালক একজন সর্বভারতীয় মুখ খুঁজছেন। সেখানে পরমব্রত বাদের তালিকায়। তবে অনেকেই বলছেন দাদার সঙ্গে ক্যামেরার বন্ধুত্ব বেশ ভালাে। সেখানে নিজের বায়ােপিকে যদি তিনিই নায়ক হয়ে যান তাহলে ব্যাপারটা খুব একটা মন্দ হবে না।

News Hub