বিয়ের ১২ বছর পর মা হতে চলেছেন রাধিকা আপ্তে। সোশ্যাল মিডিয়াতে নিজেই পোস্ট করলেন কালো পোশাকে তাঁর ছবি। যেখানে তাঁর বেবিবাম্প স্পষ্ট। ইতিমধ্যেই অভিনেত্রী উপস্থিত হয়েছিলেন লন্ডন ফিল্ম ফেস্টিভালে। সেখানকার ছবিই পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়াতে।
টলিউডের অন্তহীন ছবির মুখ্য ভূমিকার মধ্যে দিয়ে অভিষেক হয় রাধিকার। তারপর বলিউড, হলিউড সর্বত্রই ঘটেছে তাঁর অবাধ যাতায়াত। অন্যান্য তারকার মতো রাধিকা কোনও দিনই নিজের জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে পছন্দ করতেন না। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তিনি তেমন অ্যাক্টিভ নন।
২০১২ সালে ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন রাধিকা। তবে সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া বা কোনও সাক্ষাৎকারে মুখ খুলতে দেখা যাইনি তাঁকে। বিয়ের ১২ বছর পর তিনি যে অন্তঃসত্ত্বা সেই কথাও আগে থেকে জানানি তিনি। বরং লন্ডন ফিল্ম ফেস্টিভালে কালো পোশাকে বেবিবাম্প সমেত উপস্থিত হয়ে, সবাইকে তাক লাগিয়ে দিলেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে নিয়ে আলোচনায় নেটিজেনরা।