ঋতুপর্ণা সেনগুপ্তর ‘ভাবনা আজ ও কাল’-এর প্রযোজনায় ছবি ‘পুরাতন’-এর সদ্য প্রিমিয়ার হয়ে গেল ‘মামি’ অর্থাৎ মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে। এই ছবিটির জন্য নানা ফিল্ম ফেস্টিভ্যালে থেকে পুরস্কার পেয়েছেন ছবির পরিচালক সুমন ঘোষ এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ছবিতে শর্মিলা ঠাকুর ছাড়াও অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত-সহ আরও অনেকে।
নির্দেশক সুমন ঘোষের মুখে গল্পটা শুনেই, অভিনয় করার পাশাপাশি প্রযোজনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ঋতুপর্ণা। শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় তাঁর অন্যতম প্রাপ্তি, বলে মনে করছেন তিনি। আগামী দিনে এই ছবি দর্শকদের খুবই পছন্দের হবে বলে বিশ্বাস ঋতুপর্ণার। মায়ের ছবি দেখতে ‘মামি’ ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন সইফ আলি খান ও সোহা। এছাড়াও উপস্থিত ছিলেন নন্দিতা দাস, মনোজ বাজপেয়ী প্রমুখ।