প্রিয়াঙ্কা যখন বিদেশে থাকেন, সেই সময় যেটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়, তা হল তার পােশাক এবং মেকআপ। গ্র্যামি হােক কিংবা কোনও প্রমােশনাল শুট, প্রিয়াঙ্কার পােশাকই সবসময় লাইমলাইটে থাকে।
২০১৮ সালের মেটগালাতে প্রিয়াঙ্কার পােশাকের জন্য যথেষ্ট আলােচনায় ছিলেন। ওই বছর মেরুন রঙের গাউনের সঙ্গে মাথায় ছিল সােনালি রঙের টুপি। ওই গাউন বানাতে সময় লেগেছিল ২৫০ ঘণ্টা। খরচ হয়েছিল ২২ লক্ষ টাকা।
পােশাকের এই দামের কারণ হিসেবে বলা হয়েছে, টুপির মতাে সােনালি রঙের অংশ সােনা এবং মূল্যবান পাথর দিয়ে হাতে বােনা হয়েছিল, যে কারণে পােশাকের এত দাম।
গ্র্যামির জন্য প্রিয়াঙ্কার বিশেষ ডিপ ভি নেক লং গাউন তৈরি করা হয়েছে। প্রিয়াঙ্কার ত্বকের রঙের সঙ্গে মিল রেখে এই পােশাক তৈরি করা হয়েছে। ‘তুল’ দিয়ে বেঁধে রাখা ছিল সেই পােশাক। ‘তুল’ হল এক ধরনের জরির মতাে সূক্ষ পাতলা কাপড়। এর জন্য খরচ হয়েছিল ৭৭ লক্ষ টাকা।
একটি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা গােলাপি রঙের জ্যাকেট পরে হাজির হয়েছিলেন। পিটার দুন্দাস ফক্সের ওই জ্যাকেটটি কিনতে খরচ হয়েছিল প্রায় ১৩ লাখ টাকা।