একাশিতে প্রভাত রায়

প্রতিনিধিত্বমূলক চিত্র

একাশি বছরের জন্মদিনে বয়সকে তুড়ি মেরে প্রমাণ করলেন, বয়স একটা সংখ্যা মাত্র। পরিচালক প্রভাত রায় নিজেকে ১৮ মনে করেন। শরীর থাকলে সমস্যা থাকবে, তার জন্য নিজেকে দমিয়ে রাখলে চলবে না। তাই পরিচালক আবার ফিরছেন ফ্লোরে । ঘোষণা করলেন তাঁর কন্যা একতা ভট্টাচার্য। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে ছবি ‘বলাই’।

সংগীত পরিচালনা করবেন কবীর সুমন। গতবছর দীপ প্রকাশনা থেকে প্রকাশ পায় প্রভাত রায়ের অটোবায়োগ্রাফি ‘ক্ল্যাপস্টিক’। জীবনের নানা টুকরো ঘটনা লিপিবদ্ধ রয়েছে এই দুই মলাটের মধ্যে। বইটির সহ-লেখক একতা। ইতিমধ্যে বইটির চতুর্থ এডিশন প্রকাশ পেতে চলেছে। এখন অপেক্ষা ছোট ছবি ‘বলাই’-এর মুক্তির।