• facebook
  • twitter
Friday, 22 November, 2024

২৪ ঘণ্টা মৃত থাকার পর পুনম জানালেন ‘বেঁচে আছি’!

মুম্বই, ৩ ফেব্রুয়ারি– শুক্রবার সারা দিন তার মৃতু্য নিয়ে শোকের বন্যা বয়ে গিয়েছ বলিউড জুড়ে৷ তাঁর মৃতু্যসংবাদে সমবেদনা জানিয়েছেন কঙ্গনা রানাউত থেকে অনুপম খেরের মতো ব্যক্তিত্ব৷ পুনম বেঁচে নেই, বিশ্বাস করতে পারছিলেন না তাঁর বন্ধু মুনাওয়ার ফারুকিও৷ তিনি অভিনেত্রী পুনম পাণ্ডে৷ এমনকী তার পরিবার তরফেও জানানো হয় পুনমের মৃতু্য হয়েছে জরায়ুর মুখের ক্যানসারে৷ আর তার

পুনম পাণ্ডে(ছবি: IANS)

মুম্বই, ৩ ফেব্রুয়ারি– শুক্রবার সারা দিন তার মৃতু্য নিয়ে শোকের বন্যা বয়ে গিয়েছ বলিউড জুড়ে৷ তাঁর মৃতু্যসংবাদে সমবেদনা জানিয়েছেন কঙ্গনা রানাউত থেকে অনুপম খেরের মতো ব্যক্তিত্ব৷ পুনম বেঁচে নেই, বিশ্বাস করতে পারছিলেন না তাঁর বন্ধু মুনাওয়ার ফারুকিও৷ তিনি অভিনেত্রী পুনম পাণ্ডে৷ এমনকী তার পরিবার তরফেও জানানো হয় পুনমের মৃতু্য হয়েছে জরায়ুর মুখের ক্যানসারে৷ আর তার ২৪ ঘণ্টা পরই ‘মৃত’ পুনম পাণ্ডে নিজেই প্রকাশ্যে এলেন পুনম৷ জানালেন তিনি ‘বেঁচে আছেন’৷ তবে নিখোঁজ হওয়ার নেপথ্যে ছিল কারণ৷

শুক্রবার সকালে পুনমের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে জানানো হয় জরায়ু-মুখের ক্যানসারে মৃতু্য হয়েছে অভিনেত্রীর৷ পোস্টে লেখা হয়, ‘‘দুঃখের সঙ্গে জানাচ্ছি জরায়ুর ক্যানসারে আমরা আমাদের প্রিয় পুনমকে হারিয়ে ফেললাম৷ দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ করব৷ আমরা স্নেহের সঙ্গে ওকে স্মরণ করব৷’’ খবরটা প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা ছিল আদৌ কি সত্যি, না কি গোটাটাই গুজব? বেলা বাড়তেই অভিনেত্রীর সহকারীর তরফে তাঁর মৃতু্যর খবরে স্বীকৃতি দেওয়া হয়৷

শনিবার বেলায় নিজের ইনস্টাগ্রাম থেকে ছোট্ট একটি ভিডিয়োর মাধ্যমে জানান তিনি বেঁচে আছেন৷ আসলে মৃতু্য নিয়ে এই লুকোচুরির নেপথ্যে ছিল কারণ৷ জরায়ু-মুখের ক্যানসার নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছিল তাঁর উদ্দেশ্য৷ মহিলাদের এই টিকার কী প্রয়োজনীয়তা সেটাই জানান পুনম৷ সম্প্রতি অন্তর্বর্তী বাজেট পেশের দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও কিশোরীর মেয়েদের জরায়ু-মুখের ক্যানসারে নিরাময়ের টিকার প্রসঙ্গ উল্লেখ করেন৷ তার পরের দিনই পুনমের এই পোস্ট, গোটা এক দিন টানটান রহস্য৷ তবে পুনমের এই মৃতু্যর খবর তার প্রচার পাওয়ার নাটক ছাড়া আর কিছুই ভাবতে নারাজ বলিউডের সেলেবরা৷