• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

ছেলের সঙ্গে কলকাতার পুজো দেখব, মায়ের কাছে সুবিচারের চাইছেন পায়েল

এবারের পুজোয় ছেলেকে নিয়ে কলকাতায় ঠাকুর দেখব, এমনটাই জানালেন অভিনেত্রী পায়েল দে

সামনেই আসছে দুর্গাপুজো। শহরজুড়ে জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। এবারের পুজোয় ছেলেকে নিয়ে কলকাতায় ঠাকুর দেখব, এমনটাই জানালেন অভিনেত্রী পায়েল দে। পুজোর আনন্দ উৎসব প্রসঙ্গে পায়েল দে বলেন, ‘এ বছর পুজোর সময় কলকাতাতেই থাকব। আমার সাড়ে পাঁচ বছরের ছেলেকে নিয়ে কলকাতার পুজো দেখব। কলকাতার পুজোর জাঁকজমক দেখে ওঁর চোখ কতটা ঝলমল করবে, সেটা উপভোগ করব। আর মায়ের কাছে এবার একটাই প্রার্থনা, সুবিচার। আমাদের আশপাশের পরিবেশটা সুস্থ ও সুন্দর হয়ে উঠুক এটাই কামনা।’

ছোটবেলার পুজো সম্পর্কে পায়েল জানান,  ‘ছোটবেলায় মা-বাবার হাত ধরে পুজো প্যান্ডেলে ঘুরতাম। সেইসময় ভিড়ে যাওয়া খুব একটা পছন্দ করতাম না। আমার মনে পড়ে, পুজোর সময় বাবার মারুতি ৮০০ গাড়িতে বসে পার্ক সার্কাসে যেতাম। দুর্গা প্রতিমা আর হজমি গুলি নিয়ে আমার আকর্ষণ ছিল। বাবা গাড়ি রাখার পর প্যান্ডেলে গিয়ে প্রতিমা দর্শন করতাম। তারপর দোকানে গিয়ে হজমি গুলি কিনে বাড়ি ফিরতাম।’

অভিনেত্রী পায়েল দে আরও বলেন, ‘অষ্টমীতে অঞ্জলি দেওয়ার চেষ্টা করি। তবে কয়েকবছর ধরে অষ্টমীতে অঞ্জলি দেওয়া হয়নি। কারণ আমি পাহাড় পছন্দ করি। পুজোর সময় পাহাড়ে ঘুরতে চলে যাই। ওখানে গেলে পাহাড়ের পুজো দেখি। কিন্তু অঞ্জলি দেওয়া হয় না। আসলে পাহাড়ে গেলে কবে সপ্তমী, কবে অষ্টমী বুঝতেই পারি না। পুজোটা দেখি, কিন্তু পুজো দেওয়া হয় না।’