কোনও হলিউড ছবি নয়, ৯২ তম অস্কার মঞ্চে সেরা ছবির শিরােপা ছিনিয়ে নিল কোরিয়ান ছবি প্যারাসাইট । এতদিন পর্যন্ত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা ছবির ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য ছিল ইংরেজি ছবির। কিন্তু এবার সেরার শিরােপা ছিনিয়ে নিয়ে ইতিহাস তৈরি করল প্যারাসাইট ।
একদিকে যখন দীর্ঘ অমিয় জীবনে প্রথমবার অভিনেতা হিসাবে অস্কার পেলেন অভিনেতা ব্র্যাড পিট তখন অস্কার হাতে নিয়ে মঞ্চে কেঁদে ফেললেন জোকার ছবির অভিনেতা জোয়াকিন ফিনিক্স। ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয় সােমবার।
চলতি বছর কোনও হলিউডি ছবি নয়, সেরা ছবির তকমা ছিনিয়ে নিয়েছে প্যারাসাইট । এই ছবির পরিচালক বং জুন হাে সেরা পরিচালকের শিরােপা পেয়েছেন। এছাড়াও সেরা আন্তর্জাতিক ফিচার ছবি এবং সেরা অরিজিনাল স্ক্রিন প্লের জন্যও অস্কার পেয়েছে প্যারাসাইট ।
সেরা অভিনেতার শিরােপা পেয়েছেন জোকার খ্যাত জোয়াকিন ফিনিক্স। এদিন স্টেজে উঠে ভাই রিভার ফনিক্সের লেখা গানও গেয়ে শােনান এই অভিনেতা। জুডি ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রেনে জেলওয়েগার।
এদিকে এই প্রথমবার সেরা সহ অভিনেতা হিসাবে অস্কার পেলেন ব্র্যাড পিট। ওয়ানস আপন এ টাইম ইন হলিউড ছবির জন্য এই পুরস্কার পান তিনি। ম্যারেজ স্টেরি ছবির জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পান লরা ডার্ন।
সেরা সিনেমাটোগ্রাফির জন্য অস্কার পুরস্কার পেয়েছেন রজার ডেকিন্স ১৯১৭ ছবির জন্য এবং সেরা এডিটিং’এর জন্য পুরস্কার পান মাইকেল ম্যাককাস্কার এবং অ্যান্ডু বাকল্যান্ড। সেরা ডকুমেন্টারি ফিচার হিসাবে অস্কার পেয়েছে আমেরিকান ফ্যাক্টরি ।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ীদের সম্পূর্ণ তালিকা :-
সেরা ছবি – প্যারাসাইট
সেরা নির্দেশক – বং জুন হাে (প্যারাসাইট )
সেরা অভিনেত্রী – রেনে জেলওয়েগার (জুডি)
সেরা অভিনেতা – জোয়াকিন ফিনিক্স (জোকার )
সেরা সহ-অভিনেত্রী – লরা ডার্ন (ম্যারেজ স্টেরি )
সেরা সহ-অভিনেতা – ব্র্যাড পিট (ওয়ানস আপন এ টাইম ইন হলিউড )
সেরা মূল চিত্রনাট্য – বং জুন হাে আর হান জিন ওন (প্যারাসাইট)
সেরা অভিযোজিত চিত্রনাট্য – টাইকা ওয়াইটিটি (জোজো র্যাবিট )
সেরা অ্যানিমেশন ছবি – টয় স্টোরি ৪
সেরা বিদেশি ছবি – প্যারাসাইট
সেরা তথ্যচিত্র – আমেরিকান ফ্যাক্টরি
সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র – লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন (ইফ ইউ আর আ গার্ল )
সেরা স্বল্পদৈর্ঘ্যের লাইভ অ্যাকশন – দ্যা নেইবার্স উইন্ডো
সেরা স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেশন – হেয়ার লাভ
সেরা মিউজিক – হিদুর গুয়ানদত্তির (জোকার )
সেরা গান – (আই অ্যাম গনা) লাভ মি এগেইন (রকেটম্যান )
সেরা সাউন্ড এডিটিং – ডনাল্ড সিলভেস্টার (ফোর্ড ভার্সেস ফেরারি )
সেরা সাউন্ড মিক্সিং – মার্ক টেলার ও স্টুয়ার্ট উইলসন (১৯১৭ )
সেরা প্রোডাকশন ডিজাইন – ওয়ানস আপন এ টাইম ইন হলিউড
সেরা সিনেমাটোগ্রাফি – রজার ডেকিন্স (১৯১৭ )
সেরা মেক-আপ ও হেয়ারস্টাইলিং – বম্বশেল
সেরা পোশাক ডিজাইন – লিটিল উইমেন
সেরা এডিটিং – ফোর্ড ভার্সেস ফেরারি
সেরা ভিজ্যুয়াল এফেক্টস – ১৯১৭