• facebook
  • twitter
Friday, 17 January, 2025

অস্কার অনুষ্ঠান বাতিল

২০২১ সালে যখন বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতি অব্যহত ছিল, তখন অস্কার বাতিল হওয়ার পরিবর্তে দুই মাস পিছিয়ে দেওয়া হয়েছিল।

ইতিহাসে প্রথমবার অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল হওয়ার পথে। লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের কারণে ৯৬ বছরের পুরনো এই অনুষ্ঠান উদযাপন বন্ধ করা হবে এবছর। এক পক্ষের মত লস অ্যাঞ্জেলেস এক অকল্পনীয় ক্ষতির সঙ্গে মোকাবিলা করছে বর্তমানে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই অনুষ্ঠানের জন্য যে খরচ হয় তা, তহবিল থেকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২১ সালে যখন বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতি অব্যহত ছিল, তখন অস্কার বাতিল হওয়ার পরিবর্তে দুই মাস পিছিয়ে দেওয়া হয়েছিল। এদিকে এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও ১ লাখ ৪০ হাজার পাউন্ড মূল্যের গুডি ব্যাগ বাতিল করা হবে। এই গুডি ব্যাগগুলির মধ্যে সুইস আল্পসে তিন রাত থাকা, কসমেটিক্স সার্জারি, গয়নার এবং একটি ১,২২০ ডলারের বারবিকিউ গ্রিল থাকে।

তবে, বোর্ডের সদস্যরা এই পরিস্থিতিতে এই গুডি ব্যাগ প্রয়োজনীয় বলে মনে করেছেন না। লস অ্যাঞ্জেলেসের দাবানলে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন-সহ অনেক বাড়িই ধ্বংস হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ২৫ জন প্রাণ হারিয়েছেন এবং জরুরি পরিষেবাগুলিরও অচল অবস্থা।