গতকাল শুরু হয়েছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে টলিপাড়ায় সৃষ্টি হয়েছিল বিক্ষোভ। ফেডারেশনের সঙ্গে বিতর্কের জেরে এই উৎসব বয়কট করছেন বহু অভিনেতা-পরিচালকেরা, এমনটাই শোনা যাচ্ছিল। টলিপাড়ার সঙ্গে দূরত্ব বাড়ছিল খোদ মুখ্যমন্ত্রীরও। অভিনেতা কৌশিক সেন জানিয়েছিলেন, তিনি সরকারি আমন্ত্রণের অপেক্ষায় থাকবেন না। ভালো সিনেমা দেখতে হলে ডেলিগেট কার্ড জোগাড় করে দেখবেন।
প্রখ্যাত পরিচালক-অভিনেতা এবং পরিচালক গিল্ডের কার্যকরী সমিতির বিশিষ্ট সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ের গলায় শোনা গেল অন্য সুর। মঙ্গলবার গিল্ডের ডাকা সাংবাদিক বৈঠকে তিনি জানান, ‘উৎসবের সঙ্গে পরিচালক সংগঠনের কোনও বিরোধ নেই। ফলে, বয়কটেরও কোনও প্রশ্ন নেই।’ সেই সঙ্গে তাঁর বক্তব্য, চলচ্চিত্র উৎসবের সঙ্গে তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার অনেক আগে থেকেই জড়িত থাকতেন। যত দিন গিয়েছে, ততই তিনি আরও বেশি করে সম্পৃক্ত হয়ে পড়েছেন চলচ্চিত্র উৎসবের সঙ্গে। ফলে, ব্যক্তিগতভাবে উৎসব ‘বয়কট’ করার কোনও যুক্তি তাঁর কাছে নেই।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক গিল্ডের অন্যান্য সদস্যও। ছিলেন সভাপতি সুব্রত সেন, গিল্ডের সম্পাদক সুদেষ্ণা রায়, পরমব্রত বাদে কার্যকরী অন্যান্য সদস্য যেমন কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিবার্ণ ভট্টাচার্য, জয়দীপ মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ রায়চৌধুরী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ। উল্লেখ্য, এইদিনই ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত ঘোষণা করা হয় গিল্ডের তরফ থেকে।
গিল্ডের বাকিরাও কি পরমব্রতের সঙ্গে একমত? সুদেষ্ণা জানান, ‘আমার ছবি এ বারের চলচ্চিত্র উৎসবে থাকছে। প্রতি বারের মতো আমিও উৎসবে থাকব।’ বাকিদের বক্তব্যও একই। তাঁরা সময়সুযোগ মতো চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবার চেষ্টা করবেন বলেই জানিয়েছেন।