রহস্যে মোড়া ‘ভোগ’

একজন অবিবাহিত ব্যাচেলর একটি কিউরিয়ো শপে ঢুকে মুগ্ধ হয়ে যান, পিতলের একটি মূর্তি দেখে। বস্তুটির শিল্পসুষমায় আকর্ষিত হয়ে তিনি সেটিকে বাড়ি নিয়ে যান। সেই থেকেই একটি রহস্যময় উপস্থিতি যেন দুঃস্বপ্নে পরিণত করে তার জীবন। মূর্তির অশুভ প্রভাবের কাছে একসময় তিনি নতি স্বীকার করেন। ‘ভোগ’ এক অতিপ্রাকৃত শক্তি দ্বারা চালিত একটি অদ্ভুত গল্প, যা দর্শকদের মন কেড়ে নেবে। এমনটাই মনে করছে প্রযোজনা সংস্থা এসভিএফ। হইচইয়ে দেখা যাবে এই সিরিজ। নির্দেশক পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং রজতাভ দত্ত। চিত্রনাট্য ও সংলাপ শান্তনু মিত্র ও পরমব্রত চট্টোপাধ্যায়ের।

লেখক অভীক সরকারের এই কাহিনিটি, অডিও-গল্প ও বই হিসেবে বেশ জনপ্রিয় হয়েছিল। এবার সিরিজ আকারে দর্শকদের কাছে এই রহস্যময় গল্পের একটি ভিন্ন আবেদন তৈরি হবে। অ্যাক্টর-ডিরেক্টর কম্বো অনির্বাণ এবং পরমব্রত মিলে একটি ব্লকবাস্টার উপহার দেবেন, এমনটাই আশা করা যায়।