ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নতুন বাংলা ছবি

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নতুন বাংলা ছবি

ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে নতুন বাংলা ছবি-বালিঘর। সুচিত্রা ভট্টাচার্যের ‘ঢেউ আসে ঢেউ যায়’ গল্প অবলম্বনে তৈরী হচ্ছে এই ছবি।

আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে শুটিং। ছবিটির পরিচালনায় থাকছেন অরিন্দম শীল। প্রযোজনার মত অভিনেতা অভিনেত্রীরাও থকছেন দুই বাংলার। অবশ্য শুধু অভিনয় বা প্রযোজনা নয়, গল্পেও ছোঁওয়া পাওয়া যাবে দুই বাংলার।

সাত বন্ধুকে ঘিরে গল্প। শান্তিনিকেতনে পড়াশোনা সাত বন্ধুর। রবীন্দ্রনাথকে ভিত্তি করেই বন্ধুত্ব। ১২ বছর পর কক্সাবাজারে আবার দেখা হয় ভারত নিবাসী দুই বন্ধুর সঙ্গে পাঁচ বাংলাদেশী বন্ধুর। ১২ বছর পর কেউ বা প্রতিষ্ঠিত কেউ বা তখনও স্ট্রাগল করছে। ৭ বন্ধুর মধ্যে চার বন্ধুই ভালোবাসে একটি মেয়েকে।


বন্ধুত্ব, মুখোশ, মুখোশের আড়াল, সম্পর্ক নিয়ে তৈরি বালিঘর। ছবিতে থাকছেন নুসরত ইমরাজ তিশা (বাংলাদেশ), আরোফিন শুভ (বাংলাদেশ), থাকছেন এপারের আবীর, যীশু, পার্ণো, ঋত্বিক, অনির্বাণ প্রমুখ।

ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন বিক্রম ঘোষ ও বাংলাদেশের ব্যান্ড চিরকূট। কলকাতা, শান্তিনিকেতন, ঢাকা, চট্টগ্রাম সহ দুই বাংলার বিভিন্ন জায়গায় ছবিটির শ্যুটিং হবে বলে জানা গেছে।