পুত্র যখন তার বাবাকে পরিত্যাগ করে, তার চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না। তেমনই এক বাবার ভূমিকায় এবার নানা পাটেকর। সংসার থেকে পরিত্যক্ত নানা আশ্চর্যজনকভাবে এক প্রতারকের চরিত্রে অভিনয় করা উৎকর্ষ শর্মার মধ্যে একজন প্রকৃত বন্ধুকে খুঁজে পান। এরকম নাটকীয়তায় মোড়া নানা পাটেকরের নতুন ছবি ‘বনবাস’।
ব্লকবাস্টার ‘গদর’ সিরিজের প্রযোজক অনিল শর্মা পরিচালিত ‘বনবাস’ ছবির সূত্রেই, প্রবীণ অভিনেতা নানা পাটেকর বড় পর্দায় ফিরে আসতে চলেছেন। অনিল ‘বনবাস’ ছবিটি প্রযোজনা ও সহ-রচনা করেছেন। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ করেছেন নির্মাতারা।
‘বনবাস’-এ, নানা একজন বৃদ্ধ পিতার চরিত্রে অভিনয় করেছেন। বার্ধক্যের চ্যালেঞ্জগুলি তাঁর ক্ষেত্রেও সমানভাবে সক্রিয়। ট্রেলারটির শুরুতে দেখা যায়, তাঁর পরিবার এবং একদল শিশুর সঙ্গে বারাণসী সফরে এসেছেন নানা। ভ্রমণটি একটি নাটকীয় মোড় নেয়, যখন তিনি তাঁর পরিবার দ্বারা পরিত্যক্ত হন। বয়স্ক মানুষটি স্মৃতিবিভ্রমের সমস্যাগুলির সঙ্গে যেমন লড়াই করেন, তেমনই তাঁকে যুঝতে হয় অচেনা শহরে একা হয়ে যাওয়ার দরুন নানা সমস্যার সঙ্গে। বৃদ্ধ তবু এই আশা আঁকড়ে থাকে যে, তাঁর সন্তানরা ফিরে হয়তো তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে আসবে।
উৎকর্ষ শর্মা বিরুর চরিত্রে অভিনয় করেছেন। বিরু একজন ছিঁচকে চোর এবং প্রতারক। কিন্তু এই বিরুই শেষ পর্যন্ত ত্রাতা হয়ে পাশে দাঁড়ায় বৃদ্ধের। নানা-কে বিশ্বাস করানো বিরুর পক্ষে কঠিন হয় যে, সত্যিই তাঁর পরিবার বৃদ্ধকে পরিত্যাগ করেছে। তিক্ত সত্য মেনে নিতে অস্বীকার করেন বৃদ্ধ মানুষটি। বিরু তখন তাঁকে তাঁর সন্তানদের সাথে পুনরায় মিলিত করার প্রতিশ্রুতি দেয়।
কিন্তু ট্রেলারের অন্য একটি দৃশ্যে বোঝা যায় যে, নানার সন্তানরা তাঁর জাল ডেথ সার্টিফিকেটও তৈরি করে ফেলেছে, তাঁর সম্পত্তি দখল করার ষড়যন্ত্র করে।
সোশ্যাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করে নানা পাটেকর ছবিটি সম্পর্কে বলেন, ‘এটা হল ভালোবাসা, অনুশোচনা এবং মুক্তির গল্প। একটি আবেগময় যাত্রায় সামিল হবেন দর্শকরা।’
দর্শকদের নিশ্চয়ই মনে থাকবে, গত বছর অনিল শর্মা ব্লকবাস্টার হিট ‘গদর ২’ উপহার দিয়েছিলেন। তাঁর পূর্ববর্তী ছবিগুলির মধ্যে রয়েছে ‘আপনে’ এবং ‘গদর এক প্রেম কথা’। এদিকে, নানা পাটেকরকে শেষবার বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এ দেখা গিয়েছিল, যা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।
‘বনবাস’-এর সঙ্গীত পরিচালনা করেছেন মিঠুন। পার্শ্ব অভিনেতাদের মধ্যে রয়েছেন রাজপাল যাদব, সিমরত কৌর, খুশবু সুন্দর এবং অশ্বিনী কার্লেসকরের মতো শিল্পীরা। ছবিটি ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।