• facebook
  • twitter
Tuesday, 29 April, 2025

আবার নচিকেতা

আবার নচিকেতা। ভ্যালেন্টাইন দিবসে পারস্পরিকর ভালবাসা নিয়ে রচিত সঙ্গীতে মাতিয়ে দিলেন অনন্য গায়কীতে। তাের ইশারায় শীর্ষক সঙ্গীতের রচয়িতা শিলাদিত্য চৌধুরী।

নচিকেতা (ছবি: ফেসবুক | @Nachiketa Chakraborty)

আবার নচিকেতা। এবার ভ্যালেন্টাইন দিবসে পারস্পরিকর ভালবাসা নিয়ে রচিত সঙ্গীতে মাতিয়ে দিলেন অনন্য গায়কীতে। তাের ইশারায় শীর্ষক সঙ্গীতের রচয়িতা শিলাদিত্য চৌধুরী। হৃদয় মথিত করা ভিন্ন ‘প্রেমের কাহিনি’ ভিডিও করা হয়েছে বর্ধমানের আমােদপুর বৈঠকখানায়।

দুই ভিন্ন ধর্মের নরনারীর প্রেমকে শিলাদিত্য তার রচনায় তুলে ধরেছেন। তবে প্রেমিকা ধনী ও প্রেমিক মধ্যবিত্ত পরিবারের-বাঁধা গন্ডি থেকে কাহিনি বেরােতে পারেনি। শত বাধা বিপত্তিাকে অগ্রাহ্য করে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মজার কাহিনি বিধৃত হয়েছে নচিকেতার অর্থবহ গায়কীতে।