• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মুর্শিদাবাদের রফিক নতুন গানে মাতাচ্ছেন নেটিজেনদের

মুর্শিদাবাদের এক যুবক। তার নতুন ধারার বাংলা গানে ক্রমেই মাতছে এই প্রজন্ম। গান ভালোবাসতেন ছোটো থেকেই। সেই গানকেই সঙ্গী করে নিলেন জীবনে চলার পথে।

মুর্শিদাবাদের এক যুবক। তার নতুন ধারার বাংলা গানে ক্রমেই মাতছে এই প্রজন্ম। গান ভালোবাসতেন ছোটো থেকেই। সেই গানকেই সঙ্গী করে নিলেন জীবনে চলার পথে।

পেশাগত ভাবে না হলেও, নতুন। ধারার গানে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষে অবিচল মুর্শিদাবাদের রফিক সেখ।

২০০৭ সালে খোলেন নিজের অর্কেস্ট্রা ব্যান্ড। কিন্তু সেখানেই থেমে থাকেন নি রফিক। শুরু করেন নিজের গান। কিন্তু বাধ সাধে ভাগ্য।

২০১৫ সালের এক দুর্ঘটনায় শয্যাশায়ী থাকতে হয় প্রায় ৬ বছর। সুস্থ হয়ে শুরু হয় এক নতুন লড়াই

একদিকে নিজের ব্যবসাকে দাঁড় করানো, অন্যদিকে নিজের গানকে নতুন ভাবে নিয়ে আসার অদম্য জেদ।

সেখান থেকেই খুলে ফেলেন নিজের গানের ইউটিউব চ্যানেল। একের পর এক গানে জনপ্রিয় হতে থাকে রফিকের চ্যানেল।

ভেবেছিলাম তোরে আপন, অভিমানী, এমনই সব গানে জনপ্রিয়তা পায় রফিক সেখের ইউটিউব চ্যানেল। কথা আর সুরের মধ্যে একটা আলাদা মজা রয়েছে তাঁর গানে।

যেটা এই প্রজন্মের শ্রোতাদের কাছে বেশ আকর্ষণের। আর তারই জেরে, রফিকের এই গানগুলি জনপ্রিয়তা পাচ্ছে সোশাল মিডিয়ায়।