• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা

বাবাকে হারালেন অভিনেত্রী রিয়া সেন এবং রাইমা সেন। প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

বাবাকে হারালেন অভিনেত্রী রিয়া সেন এবং রাইমা সেন। প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। ত্রিপুরার রাজ পরিবারের সন্তান তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছিল। কিন্তু তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভরত।

ত্রিপুরার রাজ পরিবারের সদস্য ভরতকে ১৯৭৮ সালে বিয়ে করেন সুচিত্রা সেনের একমাত্র কন্যা মুনমুন সেন। ভরত দেববর্মার মাতামহী ইলা দেবী কোচবিহারের রাজকুমারী ছিলেন। ১৯৭৯ সালে মুনমুন-ভরতের প্রথম সন্তান রাইমার জন্ম হয়। তার বছর দু’বছর পর জন্ম হয় রিয়ার। দুই সন্তানের জন্মের পর মুনমুন বড়পর্দায় পা রাখেন।

গত ২৮ সেপ্টেম্বর ভরত দেববর্মার জন্মদিন ছিল। বাবার ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে শুভেচ্ছাবার্তা জানান রাইমা। ইনস্টাগ্রামে তিনি লেখেন, শুভ জন্মদিন বাবা, আমাদের সমস্ত স্বপ্ন সত্যি করে তোলার পিছনে তোমার বিরাট অবদান রয়েছে। মজাদার, ভালোবাসায় পূর্ণ বাবা হয়ে থাকার জন্য থ্যাংক ইউ ড্যাড। তোমার এই রসিকতা ও হাসি অটুট থাকুক। #বেস্ট ড্যাড এভার…’দ্য অরিজিনাল রকস্টার’।

কীভাবে ভরতের সঙ্গে আলাপ হয়েছিল, তা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন মুনমুন সেন। ভরতের সঙ্গে বিয়ে সম্পর্কে মুনমুন বলেন, ওর সঙ্গে প্রথম একটা বিয়েবাড়িতে দেখা হয়েছিল। ভরত আমার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেছিল। ঘটনাক্রমে ওইদিন পার্টি শেষে মুনমুন সেনকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলেন ভরত দেববর্মা। আর সেই থেকেই সম্পর্কের সূত্রপাত মুনমুন-ভরতের।