পর্দায় কমেডি ফেরাচ্ছেন কৃষ্ণেন্দু

ক্রমশ বেশ ব্যস্ত হয়ে পড়ছেন নির্দেশক ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে তাঁর কমেডি ছবি ‘যমালয়ে জীবন্ত ভানু’। কিন্তু এই সময়ের প্রেক্ষিতে, ভানু বন্দোপাধ্যায় বা তাঁর কমেডি কতটা প্রাসঙ্গিক? নির্দেশকের সাফ উত্তর, ‘ভানুবাবুর ছবিগুলি ভালো করে খেয়াল করলেই দেখা যাবে, তাঁর সমসাময়িক নানা ঘটনাকে তিনি মজার মোড়কে সামনে নিয়ে এসেছেন। আমার মনে হয় এই সোশ্যাল স্যাটায়ার সর্বকালীন এবং সবসময়েই প্রাসঙ্গিক। বর্তমান পরিস্থিতিতে থাকলে ভানুবাবু কী বলতেন, সেই বিষয়টা অনেকখানি এই ছবিতে ধরা আছে, যেটা থেকে বোঝা যাবে ভানুবাবু আসলে এই বাংলার ব্যপারে এখনও যথেষ্টই খবর রাখেন। এই প্রজন্ম মজা পাবে দেখে কারণ এটা কমেডি ক্রাইম থ্রিলার ছবি।’

‘মিরাক্কেল’-এর স্ক্রিপ্ট লেখা দিয়ে তার জার্নি শুরু। নির্দেশক হিসাবে তাঁর প্রথম কাজ মীর অভিনীত একটি শর্টফিল্ম ‘সত্যদার কোচিং’, যা তাঁকে বেশ পরিচিতি দেয়। ২০১৮ সালে মুক্তি পায় বড়পর্দার জন্য তৈরি তাঁর প্রথম ছবি ক খ গ ঘ। যমালয়ে জীবন্ত ভানু তৈরির শুরুতে যদিও এই ছবির চিত্রনাট্য লেখার দায়িত্বটুকুই শুধু ন্যস্ত ছিল তাঁর কাঁধে। পরে ছবির নির্দেশনার দায়িত্ব নিয়ে পুরোদমে কাজে নেমে পড়েন কৃষ্ণেন্দু।

যমালয়ে জীবন্ত ভানু ছাড়াও মুক্তি আসন্ন কৃষ্ণেন্দুর আরেকটি মজার ছবি হাঙ্গামা ডট কম-এর। এই ছবিতে ফের একবার পর্দায় জুটি বাঁধছেন ওম সাহানি ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়।
কৃষ্ণেন্দুর পরের ছবিও ফাইনাল হয়ে গেছে। জানুয়ারি থেকেই ফ্লোরে নামছে নতুন ছবি মহানগরের রূপকথা। অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পারিয়া খ্যাত সৌম্য মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু প্রমুখ। থাকছে শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিংয়ের গান।