নিজস্ব প্রতিবেদন ––সীমানা পেরিয়ে কাজের প্রতি ভালবাসা প্রমাণ করে যে ভাল বিষয়বস্তু সীমারেখার কাছে নতি স্বীকার করে না। অপ্রতিরোধ্য ভালবাসা পাওয়ার পরে, সমালোচকদের প্রশংসা এবং প্রথম পর্বে দর্শকদের আকাঙ্ক্ষা আরও বেশি বেড়ে গেছে ‘কারাগার’ পরিচালকের প্রতি। কারাগার পার্ট ২- হইচইতে মুক্তি পেতে প্রস্তুত ২২ ডিসেম্বর। প্রথম সিজনটি আমাদের সেই রহস্যময় মানুষটির সঙ্গে একটি রোমাঞ্চকর যাত্রায় নিয়ে গিয়েছিল যিনি হঠাৎ করে হাজির হয়েছিলেন সেল ১৪৫ -এর বাইরে। একটি কারাগারে নিয়মিত গণনা থেকে জানা যায় যে ৩২৫ জনের পরিবর্তে ৩২৬ জন বন্দী রয়েছে, কিন্তু একটি কক্ষে একজন রহস্যময় ব্যক্তি উপস্থিত হয়েছেন যা বিগত ৫০ বছর ধরে পরিত্যক্ত, সে সবাইকে বিভ্রান্ত করে। কে এই রহস্যময় মানুষ? পার্ট ২-তে এই প্রশ্নের উত্তর খুঁজতে এই গল্পে যোগ হয় অন্য চমকপ্রদ ঘটনা। এই রহস্যময় মানুষটির পরিচয়ের পিছনের সত্যতা খুঁজে বের করার জন্য অনুসন্ধান এবং কথিত কারাগারে থাকার পিছনে তাঁর উদ্দেশ্য ‘কারাগার’এর প্রথম অংশে দেখা গেছে। কিন্তু কারাগার পার্ট ২-এ যা ঘটে, তাতে কী প্রথম অংশে বোনা রহস্য উন্মোচন হবে নাকি জড়িয়ে যাবে অন্য কোনো নতুন রহস্য। কারাগার পার্ট ২-এর ট্রেলারটি দর্শকদের এক অভূতপূর্ব যাত্রায় নিয়ে যায়। ট্রেলারটিতে দেখায় যে রহস্যময় ব্যক্তি কথা বলছেন তবে আরও কয়েকটি উপাদান রয়েছে যা বিভ্রান্ত হতে বাধ্য করবে দর্শকদের এবং দর্শকরা এমন কাউকে দেখতে পাবেন যে দেখতে হুবহু রহস্যময় মানুষের মতো, তবুও বেশ আলাদা। সেই ব্যক্তি বেশ ফিটফাট, ভালো পোশাক পরে। দুটি মানুষ, দুটি জীবন, তবুও মুখ একটি । কারাগার পার্ট ২ এক রহস্যময় যাত্রায় দর্শকদের নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ট্রেলারটি কেবল বিনোদনের জন্য ভিত্তি করে স্থাপন করা হয়নি। সীমানা পেরিয়ে ‘কারাগার’এর প্রতি ভালবাসা উদযাপন করতে কলকাতায় ট্রেলারটি লঞ্চ করা হয়েছিল। পরিচালক- সৈয়দ আহমেদ শাওকি এবং মুখ্য অভিনেতা চঞ্চল চৌধুরীর প্রাপ্ত সাড়া ছিল অপ্রতিরোধ্য এবং কারাগারের প্রতি ভালোবাসা ও উন্মাদনা ছিল মনে রাখার মতো। কারাগার পার্ট ২ এর ট্রেলার লঞ্চ নিয়ে তাঁর উত্তেজনা সম্পর্কে কথা বলতে গিয়ে চঞ্চল চৌধুরী ওরফে দ্য মিস্ট্রি ম্যান সাংবাদিকদের বলেছেন, “কারাগার পার্ট ১ প্রাপ্ত প্রতিক্রিয়া অসাধারণ ছিল। ভালবাসা, প্রতিক্রিয়া এবং প্রশংসা সত্যিই অনেক মানে রাখে কারাগারের পুরো টিমের জন্য। কিন্তু পার্ট ২-এ গেট আপ পুরোপুরি আলাদা। আমি চরিত্রগুলি সম্পর্কে এখনই কিছু প্রকাশ করতে পারব না। শুধু এতটুকু আমি বলতে পারি দর্শকদের উদ্দেশ্যে গল্পটি যেভাবে ফুটে উঠেছে অবশ্যই তাঁরা পছন্দ করবেন এবং আশা রাখি আমরা প্রথম অংশটি যে ভালবাসা পেয়েছি তা ধরে রাখতে এবং বৃদ্ধি করতে সক্ষম হব।” কারাগার-এর পরিচালক সৈয়দ আহমেদ শওকি জানালেন, “কারাগার-এর সঙ্গে আমি এমন একটি গল্প বলতে চেয়েছিলাম মনে হবে যার পৃষ্ঠে অবিশ্বাস্য, কিন্তু নীচে অন্ধকার সত্যের স্তর রয়েছে। দর্শকরা কতটা ভালোবাসা দিয়েছেন তা দেখে আমি আনন্দিত। তাঁরা প্রথম সিরিজ গ্রহণ করেছেন এবং দ্বিতীয় অংশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন । আমি আন্তরিকভাবে আশা করি যে আমার কারাগার টিম দর্শকদের তাঁদের প্রাপ্য গল্প এবং মানসম্পন্ন বিনোদন দিতে পারবে এবং আমাদের কঠোর পরিশ্রম উজ্জ্বল হবে। ছবিতে মিস্ট্রি ম্যান এবং ডেভিড অ্যাডামস চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোস্তাক আহমেদ চরিত্রে ইন্তেখাব দিনার, শজিব চরিত্রে পার্থ (মোস্তাকের ছেলে), মাহা চরিত্রে তাসনিয়া ফারিন,আশফাকের চরিত্রে এফএস নাঈম, মহব্বত আলী চরিত্রে আফজাল হোসেন। গল্পের স্রষ্টা এবং পরিচালক সৈয়দ আহমদ শওকী।