৪৬ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেলেন কন্নড় স্টার পুনিত রাজকুমার

কন্নড় স্টার পুনিত রাজকুমার (Photo: IANS)

৪৬ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেলেন সুপারস্টার পুনিত দক্ষিণের রাজকুমার। বেঙ্গালুরুর হাসপাতালে। সকালে ‘সাড়াশব্দ দিচ্ছিলেন না’ বলে পুনিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলার দিকে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ট্যুইট করেন, আমি গভীর বেদনাহত।

কন্নড় সেলেব্রিটি পুনিত রাজকুমার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কন্নড়, কর্নাটকের বিরাট ক্ষতি হল। ওঁর আত্মাকে শান্তি, ভক্তদের এই আঘাত সহ্য করার শক্তি দিন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা।

সংবাদ সংস্থা এএনআই আগে জানিয়েছিল, বুকে ব্যথা বোধ করায় সকাল সাড়ে ১১ টায় অভিনেতা পুনিত রাজকুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ওঁকে সুস্থ করে তোলার যথাসাধ্য চেষ্টা করছি।


ওঁর অবস্থা গুরুতর। এখনই কিছু বলা যাচ্ছে না। হাসপাতালে যখন নিয়ে আসা হয়, তখন অবস্থা খারাপই ছিল। আইসিইউতে চিকিৎসাধীন তিনি। তাঁকে অচৈতন্য অবস্থায় নিয়ে আসা হয় বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শোক পুনিতের জানিয়েছেন চিরঞ্জীবী, লক্ষ্মী মাঞ্চু, মহেশ বাবু, সুধীর বাবু, দিলকির সলমন, পৃথ্বিরাজ সুকুমারন, পূজা হেগড়ে, সোনু সুদ সহ সেলেব্রিটিরা।

প্রবীণ অভিনেতা রাজকুমারের ছেলে পুনিত ২০০২ সালের ছবির নামে ‘আপ্লু’ বলেই ভক্তদের কাছে পরিচিত ছিলেন ছোটবেলায় নাম ছিল লোহিত। শৈশবেই তারকা পরিচিতি পান। মাত্র ৬ মাস বয়সে ১৯৭৬-এ দুটি ছবিতে তিনি ছিলেন ।